সেভ দ্য রোড-এর সবাই-ই নায়ক : শান্তা ফারজানা

0
227
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সেভ দ্য রোড-এর সাথে যুক্ত সকল সদস্যই নায়ক। কেননা, নিরাপদ ৪ পথ-এর জন্য নিবেদিত তারা। তাদের লক্ষ্য একটাই ‘ সেভ দ্য রোড-এর অঙ্গীকার পথ দূর্ঘটনা থাকবে না আর’ কর্মসূচীকে বাস্তবায়ন করা। তাদের কাজের কারনে নায়ক হয়ে থাকবেন নিরাপদ ৪ পথ-এর আন্দোলনে। ময়মনসিংহ জেলা আহবায়ক কমিটি গঠনোত্তর সমাবেশে সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা উপরোক্ত কথা বলেন।
এসময় প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক মোখলেসুজ্জামান সুমন, যুগ্নআহবায়ক হৃদয় হাসান লালন, আব্দুল মালেক, রনবীর সাহা দীপ্ত, হেলাল উদ্দীন, তরিকুল ইসলাম, মাহাবুব হাসান পাভেল; সদস্যসচিব মাসুম বিল্লাহ; সদস্য আবুবকর সিদ্দিক রতন, ইসলামউদ্দিন সরকার, কাইয়ুম হাসান, কবির হোসেন মামুন, তাজুল ইসলাম মীর, হাদিস খান, বিল্লাল হোসেন, রবিন রহমান,আব্দুল রশিদ, মোস্তফা কামাল,হাকিমুল ইসলাম,এরশাদ মিয়া, মোঃ রাজ, সজীব মিয়া, মোঃ শাহআলম, মোঃ রাজ ও সজিব মিয়াকে করে কমিটি ঘোষণা করেন। এসময় অর্ধশত সেভ দ্য রোড কর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here