ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। জনপ্রিয় এই তারকাকে দেখে অনেকে সেলফি তুলতে গেলে ভেঙে পড়ে মঞ্চ। গতকাল বুধবার ভারতের ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তৃণমূল প্রার্থী রীরবাহা সরেনের সমর্থনে প্রচার চালাতে গিয়ে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রথম থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকরা নুসরাতের সঙ্গে সেলফি তুলতে চেষ্টা করতে থাকেন। তাদের অনেকে মঞ্চের ওপরে উঠে পড়েন। কিছুক্ষণ পর হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। তবে উচ্চতা কম হওয়ায় কেউ আহত হননি।
ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নুসরত মাইক হাতে কথা বলছেন। এমন সময় মঞ্চ ভেঙে পড়ে। কিছুক্ষণ পর নুসরাত জানান, কেউ আহত হননি, সকলেই সুস্থ।
উল্লেখ্য, অভিনেত্রী নিজেও তৃণমূলের হয়ে এবার প্রতিদ্বন্দ্বীতা করছেন। বসিরহাট কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের প্রচারের ফাঁকে ফাঁকেই দলের প্রার্থীদের প্রচারে যাচ্ছেন নুসরত। সেভাবেই ঝাড়গ্রামে সভা করেন তিনি। তৃণমূলের আরেক তারকা প্রার্থী মিমি চক্রবর্তীও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করছেন। মিমি লড়ছেন যাদবপুর কেন্দ্র থেকে।