Daily Gazipur Online

সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনয়নের আর্থিক অনুদান

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনয়নের পক্ষ থেকে প্রয়াত সেলুন শ্রমিক মিঠুন কুমার চন্দ্রের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। শুক্রবার বিকাল ৬টায় মিঠুন কুমার চন্দ্রের স্ত্রীর হাতে সংগঠনের নেতৃবৃন্দ এ আর্থিক সহযোগীতা প্রাদন করে।
আর্থিক সহযোগীতা প্রদানকালে উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনয়নের প্রধান উপদেস্টা শ্রমিক নেতা মো. মঞ্জুরুল হক মঞ্জু, মো. হারুন, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, সভাপতি সেলিম হোসেন, সহ-সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, যুগ্ম সম্পাদক জামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা কলি, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার, অর্থ সম্পাদক রনি হোসেন, ক্রীড়া সম্পাদক আ. রশিদ, সদস্য মনিরুল ইসলাম প্রমূখ।
এসময় প্রয়াত পরিবারের আর্থিক দুরাবস্থা দেখে সংগঠনের নেতৃবৃন্দ আগামীতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য সেলুন শ্রমিক মিঠুন কুমার চন্দ্র গত ২০ আগস্ট বৃহস্পতিবার হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।