Daily Gazipur Online

সোশ্যাল মিডিয়ায় সাহরি-ইফতারের ছবি প্রচার করার বিপক্ষে ফতোয়া জারি

ডেইলি গাজিপুর ডেস্কঃ রোজার ফজিলত হাসিল করার জন্য যেমন অনেক কিছু আমল করতে হয়, তেমনি অনেক কুঅভ্যাস পরিত্যাগ করতে হয়। যাবতীয় অনর্থক কাজ এড়িয়ে চলার মধ্যেই এ মাসের পরিপূর্ণ তাৎপর্য নিহিত।
পবিত্র মাহে রমজানে আমরা অনেকে সোশ্যাল মিডিয়ায় সেহরি-ইফতারের (খাবারের) ছবি পোস্ট করে থাকি। এ নিয়ে অনলাইন প্লাটফর্মে চলছে তুমুল বিতর্ক। কেউ ছবি পোস্ট করার পক্ষে বলছেন আবার কেউ সমালোচনায় পোস্টদাতাকে কুপোকাত করছেন।
গত সোমবার এ বিতর্ককে সামনে রেখে জর্ডানের রাষ্ট্রীয় ফতোয়া বিভাগ থেকে একটি ফতোয়া জারি করা হয়। সেখানে সোশ্যাল মিডিয়ায় ইফতার-সেহরির খাবারের ছবি, খানাপিনার ছবি পোস্ট করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। (সূত্র : আল-আরাবিয়া ডট নেট)
এ বিষয়ে আল আজহার ওয়ার্ল্ড সেন্টারের সদস্য বিলাল খজর সংবাদমাধ্যম আল আলাবিয়া ডটনেটকে বলেন, এ ধরণের ছবি পোস্ট নিয়তের ওপর নির্ভর করে কিন্তু পোস্ট করা থেকে বিরত থাকাটা উত্তম। কারণ, এ ধরণের ছবি দরিদ্র মানুষের মনে আক্ষেপ ও কষ্টের জন্ম দিতে পারে।