সোহরাওয়ার্দী উদ্যানের পুরাতন গাছ বঙ্গবন্ধুর সন্তানের মতো: সবুজ আন্দোলন ছাত্র পরিষদ

0
131
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরি ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে জোর দিয়ে আসছে। আজ ৮ মে ২০২১ সহযোগী সংগঠন ছাত্র পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র পরিষদের আহ্বায়ক ফকির আল-মামুনের সভাপতিত্বে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
বাপ্পি সরদার তার বক্তব্যে বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানের প্রত্যেকটি পুরাতন গাছ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তানের মতো। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত গাছ না কাটার জন্য আহ্বান জানাচ্ছি। উন্নয়নের নামে বৃক্ষ নিধন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
সংগঠনের পক্ষ থেকে ঢাকা শহরের সবুজায়ন বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়:
১) সরকারি সকল উদ্যান রক্ষায় নজরদারি বাড়াতে হবে এবং ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করতে হবে।
২) শহরের সরকারি সকল পতিত জায়গায় বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে।
৩) ঢাকা শহরের নদীর পাড় জুড়ে পরিকল্পিত ইকো পার্ক নির্মাণ করতে হবে।
৪) সোহরাওয়ার্দী উদ্যানসহ পুরাতন সকল গাছে নাম্বার প্লেট বসাতে হবে এবং মুক্তিযোদ্ধাদের নামে গাছের নামকরণ করতে হবে।
৫) অবৈধ সকল ফুটপাত উচ্ছেদ করে ফুটপাতে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে।
৬) বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে পাশাপাশি মন্ত্রণালয়ের সকল দুর্নীতি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক অভিনেতা উদয় খান, কেন্দ্রীয় সদস্য এমএ মামুন, নিলুফা নিলু, ঢাকা মহানগর দক্ষিণের আহব্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক মির্জা আনোয়ার পারভেজ, ছাত্র পরিষদের সদস্য সচিব এইচ এম বাকী বিল্লাহ প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here