মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুর মহানগরীর কাশিমপুর মেট্রোথানার সুলতান মার্কেট এলাকায় স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে শরীফুল আলম ওরফে শরীফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আজ বৃহস্পতিবার মৃত্যুদন্ডের রায় দিয়েছেন গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত। দন্ডপ্রাপ্ত শরীফল ইসলামের বাড়ি নীলফামারী জেলার মৌলভী পাড়া এলাকায়।
আদালত সূত্রে জানাযায়, ২০২০ সালের আগে অভিযুক্ত সাইফুল ইসলাম গাজীপুর জেলা কাশিমপুর থানা এলাকায় মোহছেনা (৩৫)কে বিয়ে সংসার করে। বিবাহিত জীবনের ৩ বছরে মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে মোহছানাকে বিভিন্ন সময় খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে শরীফুল ইসলাম। গত ০৭/১২/২০২০ইং সালে সকালে শরীফুল ইসলাম মোহছানার ঘরে ঢুকে বটি এবং ধারালো চাকু দিয়ে মোহছানাকে জবাই করে হত্যা করে। ঘটনার দিনই নিহত ব্যক্তির ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে শরীফুল ইসলাম কে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য–প্রমাণ শেষে শরীফুল ইসলাম কে মৃত্যুদন্ড প্রদান করেন। এসময় আদালতে সরকার পক্ষের আইনজীবি ছিলেন মোঃ মকবুল হোসেন, বিজ্ঞ পি.পি (ভারপ্রাপ্ত) এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন ফারহানা খানম।
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড
