

মো: শাহজালাল দেওয়ান: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারাদেশের মানুষের সঙ্গে গাজীপুরে টঙ্গী রেলওয়ে শ্রমিকলীগ ও বাংলাদেশ ট্রেড ইউনিয়নের মানুষের মাঝে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মিষ্টি বিতরণ বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় টঙ্গী নতুন বাজার রেলওয় স্কুল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন টঙ্গী থানা সাধারন সম্পাদক কামরুজ্বামান হেলাল এর পরিচালনায় ও টঙ্গী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ টঙ্গী আঞ্চলিক শাখার আইন বিষয়ক সম্পাদক মফিজুল হোসেন খান,ট্রেড ইউনিয়ন যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবির,মহিলা শ্রমিক লীগ টঙ্গী শাখার সাধারণ সম্পাদক হ্যাপি বেগম,ট্রেড ইউনিয়ন টঙ্গী শাখা যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ,৪৫ নং ওয়ার্ড শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাফিজুর রহমান,রেহানা বেগম প্রমুখ। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন টঙ্গী থানা সাধারন সম্পাদক কামরুজ্বামান হেলাল বলেন স্বপ্নের পদ্মা সেতু আমাদের গর্বের। বিদেশি সহযোগিতা ছাড়াই এ সেতু নির্মাণ করতে পারাটাই হচ্ছে স্বাধীনতার পক্ষের সংগঠন আওয়ামী লীগের কৃতিত্ব। আমরা পদ্মা সেতুর উদ্বোধনের এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে চাই। আমাদের নিজেদের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে উন্নয়ন প্রকল্পে বিদেশিদের ওপর নির্ভরশীলতার অচলায়তন ভাঙতে পেরেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করতে পারায় বাংলাদেশ আজ সারাবিশ্বে সম্মানিত। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টঙ্গী রেলওয়ে শ্রমিক লীগ এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
