স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রানী এলিজাবেথের শুভেচ্ছা

0
153
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বিশেষ শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সোমবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পাঠানো এই বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে রাষ্ট্রপতি ও বাংলাদেশের জনগণকে তার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের অব্যাহত সম্মৃদ্ধি কামনা করেন।
ব্রিটেনের রানী তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত এবং এই বিশেষ মূহুর্তে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও একই সঙ্গে বাংলাদেশের জনগণকে জানাচ্ছি শুভ কামনা।’
তিনি বলেন, ‘আমাদের পারস্পরিক সম্পকের্র ভিত্তিগভীর বন্ধুত্বের ও সৌহার্দের এবংএর গুরুত্ব ও তাৎপর্য ৫০ বছর আগেরমতো আজো অটুট রয়েছে। আমি আশা করি, একটি কঠিন বছরের পর বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করে আমাদের আগামী দিনগুলো আবারো সুন্দর হয়ে উঠবে।’
উল্লেখ্য, বাংলাদেশ হাই কমিশন, লন্ডন এ ব্যাপারে রানীর ব্যক্তিগত কার্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here