স্বাভাবিক জীবনে ফিরলেন মাদকাসক্ত শত যুবক

0
104
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শরীয়তপুরের যুবক মোহাম্মদ খায়রুল (৩০) (ছদ্মনাম)। বছর দুয়েক আগে বেসরকারি একটি ফার্মে চাকরি করার সময় বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে কৌতূহলবশত মাদক গ্রহণ শুরু করেন তিনি। অল্প কিছুদিনের মধ্যে পুরোদস্তুর মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। বেতনের পুরো টাকা মাদকের পেছনে খরচ করতেন।
একসময় পরিবারের অন্য সদস্যরা দেখলেন চাকরিতেও খায়রুলের পরিস্থিতি ভালো যাচ্ছে না। বাসায় কোনো খরচ দিচ্ছেন না, এমনকি মাদক কিনতে আরো টাকার জন্য বাসায় চাপ দিচ্ছেন। এর একমাত্র কারণ মাদকে আসক্ত হওয়া। এক পর্যায়ে বাধ্য হয়েই পরিবারের সদস্যরা খায়রুলকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফেরাতে পরপর দুটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা দেওয়া শুরু করেন। তবে এই চিকিৎসা তেমন কাজে আসেনি। অবশেষে নিয়ে আসা হয় পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ‘ওয়েসিস’-এ। প্রায় তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন এই যুবক। বর্তমানে আগের সে ফার্মেই চাকরি করছেন। নিয়মিত যোগাযোগ রাখছেন ওয়েসিসে সঙ্গে।
এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার দুপুরে খায়রুল ওয়েসিস কেন্দ্রে আসেন। এই সময় খায়রুল মাদককে না বলে তার স্বাভাবিক জীবনে আসার গল্প শোনান। খায়রুলের মতো এক বছরের মধ্যে শতাধিক মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে ওয়েসিস। তাদের বেশির ভাগের বয়স ১৮-৩৫ বছরের মধ্যে। স্বাভাবিক জীবনে আসার পরও তাদের নিয়মিত মনিটরিংয়ে রাখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত বছরের ৭ অক্টোবর পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘ওয়েসিস’। মনোমুগ্ধকর ও নান্দনিক পরিবেশে উন্নত ব্যবস্থাপনায় দেশের সবচেয়ে অত্যাধুনিক মাদক নিরাময় ও পুনর্বাসনের এই কেন্দ্রটি ৬০ শয্যাবিশিষ্ট। বর্তমানে প্রায় সকল শয্যায় রোগী রয়েছে।
খায়রুল বলেন, ‘ওয়েসিসে চিকিৎসা নেওয়ার পর এখন পুরোপুরি সুস্থ। প্রতি মাসে দুইবার এখানে যোগাযোগ করি। এখানে এলে আমাকে দেখেও অনেকে মনে শক্তি পান। আর এই কেন্দ্রে চিকিৎসা পদ্ধতি, পরিবেশ, নিরাপত্তা এবং সবার আন্তরিকতা অতুলনীয়। ’
ওয়েসিস কেন অনন্য
সম্পূর্ণ অলাভজনক এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে। সাততলাবিশিষ্ট আধুনিক এই মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রটি ২৪ ঘণ্টা খোলা থাকে। প্রতিষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। স্বনামধন্য টেকনিশিয়ান ও বিশেষজ্ঞ চিকিৎসকরা এ কেন্দ্রে সেবা দিয়ে থাকেন। এ ছাড়া তুলনামূলক কম খরচে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হয় এখানে। এ ছাড়া নারী মাদকাসক্ত কিংবা মানসিক হতাশায় থাকলে তাদের আলাদা চিকিৎসার ব্যবস্থা আছে এখানে। তাদের নিরাপত্তা ও সামাজিক অবস্থান যাতে ঠিক থাকে সে জন্য আলাদা ফ্লোরে থাকা ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। জনবলও আলাদা রাখা হয়েছে তাদের চিকিৎসা ও দেখাশোনার জন্য।
বিনা মূল্যে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা
এই কেন্দ্রে বিনা মূল্যে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবার ব্যবস্থা রয়েছে। মাদকাসক্তের পাশাপাশি মানসিক হতাশায় ভুগছেন এমন রোগীরাও টেলিমিডিসিন সেবা নিতে ফোন করতে পারছেন (০১৯৩০-৪০৪০৪০) এই নম্বরে। সারা দেশ থেকে প্রতিদিন ৩০ জনের মতো রোগী ফোনে সেবা নিয়ে থাকেন।
কী ধরনের রোগী আসছেন, তাদের কারা সেবা দিচ্ছেন
চিকিৎসার জন্য আসাদের মধ্যে সরকারি-বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে ব্যাংকার, ব্যবসায়ী, শিক্ষার্থীরাও রয়েছেন। গাঁজা, ইয়াবা, ফেনসিডিল প্যাথেডিন, আইসে আসক্ত রোগীরা এখানে চিকিৎসা পাচ্ছেন।
মাদকাসক্তদের চিকিৎসায় আধুনিক সুযোগ-সুবিধা ছাড়াও বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসক, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, ইয়োগা এক্সপার্ট এবং অভিজ্ঞ অ্যাডিকশন কাউন্সেলরদের মাধ্যমে সেবা পাচ্ছেন সেবাপ্রত্যাশীরা। এ ছাড়া ওয়েসিসের চিকিৎসকদের সার্বক্ষণিক তদারকি, স্বতন্ত্র কাউন্সেলিং সেশন, উন্নতমানের শরীরচর্চা কেন্দ্র, বিনোদন সুবিধা, ইনডোর ও আউটডোর গেমস, কর্মমুখী প্রশিক্ষণ ও জীবনধর্মী শিক্ষামূলক নানা আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে।
এই কেন্দ্রে ৮৫ জন কর্মী রয়েছেন। একজন পরিচালক (এসপি পদমর্যাদার), তিনজন সহকারী পরিচালক, চারজন কো-অর্ডিনেটর এবং ২৭ জন নার্সিং অফিসার।
এ ছাড়া প্রতিষ্ঠানের হিসাব শাখায় রয়েছেন দুজন, নিরাপত্তা ও অভ্যর্থনা শাখায় ১১ জন, কন্ট্রোল রুমে ছয়জন এবং প্রশাসন শাখায় কর্মী রয়েছেন আরো ১৪ জন। প্রতিটি তলার সিঁড়িতে আছে বিশেষ ‘লক’। কোনো রোগী ইচ্ছা করলেই এক তলা থেকে অন্য তলায় অবাধে চলাচল করতে পারবেন না। নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে এবং বাইরে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। ভবনে ঢুকতে এবং বের হতেও ২৪ ঘণ্টা দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের নজরদারি পেরিয়ে যেতে হয়।
রোগীদের জন্য যা রয়েছে
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬০ শয্যার এই কেন্দ্রে ২২টি কক্ষ রয়েছে। পুরুষদের জন্য ১৬টি কক্ষে আছে ৪৬টি শয্যা। আর নারীদের ছয়টি কক্ষে শয্যা ১৪টি। তা ছাড়া ডাবল কেবিনে ২৮টি, ট্রিপল কেবিনে ১৫টি এবং জেনারেল ওয়ার্ডে আছে ১১টি শয্যা। এ ছাড়া জেনারেল ট্রিপল বেড আছে ছয়টি। জেনারেল ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ড বা কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত। স্পিরিচুয়াল থেরাপির মাধ্যমে ধর্মীয় অনুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। সারা দেশ থেকে রোগী নিয়ে আসার সুব্যবস্থা আছে।
প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুশান্ত নারায়ণ দে কালের কণ্ঠকে বলেন, ‘রাজধানীসহ সারা দেশের রোগী পাচ্ছি। যাদের অধিকাংশই বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়ে আমাদের এখানে চিকিৎসা নিচ্ছে। মাদকাসক্ত কেন্দ্র হিসেবে কোথাও এফসিপিএস চিকিৎসকরা সেবা দেন না; যা আমরা দিচ্ছি। আর যারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে, তাদেরকেও প্রতি মাসে একবার আমাদের এখানে আসতে হয়। এ সময় তাদেরকে ডোপ টেস্ট ছাড়াও বিভিন্ন বিষয়ে কাউন্সেলিং করানো হয়। ’
প্রতিষ্ঠানটির বাস্তবায়ন থেকে শুরু করে সার্বিক তদারকি ও বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোর্শেদ ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেবাগ্রহীতারা এখানে আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছেন জানিয়ে ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘আমরা যারা এখানে কাজ করি, আমাদের পরিবারের সদস্যদের যেভাবে বিবেচনা করি, সেভাবে তাদের এখানে লালন করি। যেন তারা সুস্থ হয়ে পরিবার ও সমাজে ফিরতে পারে। এখান থেকে চলে যাওয়ার পরও নিয়মিত তাদের ও পরিবারের খোঁজখবর রাখা হচ্ছে। তাদের মাদকমুক্ত করে দক্ষ জনশক্তি হিসেবে গড়তে কাজ করছে ওয়েসিস। এ ছাড়া বিনা মূল্যে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা দেওয়া হয়। সুতরাং সব কিছু মিলিয়ে আমি বলব মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্রের মধ্যে বাংলাদেশে এটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। ’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here