Daily Gazipur Online

স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ রাজধানীর নয়াপল্টনস্হ কেন্দ্রীয় কার্যালয় হতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী’র উপস্থিতিতে মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু, সাধারন সম্পাদক আবাদুল কাদির ভূঁইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী।
এছাড়াও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, সাদরাজ জামান সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিন , গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবদলের নেতৃবৃন্দ ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবদলের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। মিছিলটি নয়াপল্টনের বিএনপি অফিস থেকে বেলা ২টায় শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে পুনরায় বিএনপি কার্যালয়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।