সড়কে মৃত্যুর মিছিল: আজও ঠাকুরগাঁওয়ে ৭জন

0
231
728×90 Banner

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও- ঢাকা মহসড়কের ২৯ মাইল নামক এলাকায় দুটি চলন্ত বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও ২১ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের ২৯ মাইল এলাকায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

“দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে আরও দুইজন মারা যায়।”
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল এন্টারপ্রাইজের একটি বাস ঠাকুরগাঁওয়ে ঢুকছিল। আর নিশাত এন্টারপ্রাইজের বাসটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে যাচ্ছিল দিনাজপুরের দিকে।
আমরা তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি। তবে তাদের মধ্যে ৪জন নারী ও ৩জন পুরুষ।
দুর্ঘটনাস্থল থেকে ২১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতদের পরিচয় সনাক্ত করে দাফন সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দশ হাজার টাকা করে দেওয়া হবে । আহতদের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here