Daily Gazipur Online

সড়ক দূর্ঘটনায় নিহত প্রকৌশলীর পরিবারকে মেয়রের আর্থিক সহায়তা প্রদান

মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুর সিটি করপোরেশনের ৬ নম্বর জোনে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আনিকা তাবাছসুম সম্প্রতি এক সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম নিজ বাসভবনে নিহত প্রকৌশলী আনিকা তাবাছসুমের পিতা হাজী মো. মাসুদ আলমের হাতে ওই আর্থিক সহায়তার টাকা তুলে দেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, ৬ নম্বর জোনের নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, নিহতের মা মর্জিনা আক্তার, ছোট ভাই এস.এম মাহিম ও নানা হাজী আব্দুল মান্নান মিয়া উপস্থিত ছিলেন। একই সাথে মেয়র জাহাঙ্গীর আলম নিহত প্রকৌশলী আনিকার ছোট ভাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস.এম মাহিমের লেখাপড়া শেষ হলে তাকে সিটি করপোরেশনে চাকরি দেওয়ার জন্য আশ্বাস প্রদান করেন।