ডেইলি গাজীপুর প্রতিবেদক: জিএসএস নিউজ ২৪ডটকমের প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক তথ্যবাণী পত্রিকার বার্তা সম্পাদক এবং গোয়েন্দাবার্তা নিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক শরীফুল হক রবিবার রাতে (২১ জুলাই) মোটর সাইকেলে করে নারায়নগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। নারায়নগঞ্জের ভূইগড় এলাকায় হঠাৎ সামনে থাকা ট্রাকের ব্রেকের কারণে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে দু’পায়ে মারাত্মক জখমের শিকার হন।
জানাগেছে, কর্তব্যরত পুলিশ গাড়ীটি আটক করতে পারেননি। দূর্ঘটনায় তার মোটরসাইকেলটিও বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে সাংবাদিক শরীফুল হকের দুর্ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন গোয়েন্দাবার্তানিউজ২৪ডটকমের সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন। তিনি তার আশু আরোগ্য কামনা করেন।