Daily Gazipur Online

হকার পুনর্বাসনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : রাজস্ব আদায়ের মাধ্যমে হকার পুনর্বাসনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন হকার নেতৃবৃন্দ। আজ ২১ মার্চ সকালে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ১১ বঙ্গবন্ধু এভিনিউ ঢাকায় এক আলোচনা সভায় হকার নেতৃবৃন্দ এই অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হকার সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, সহ-সভাপতি আরিফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম জুয়েল, প্রচার সম্পাদক এম এ খায়ের, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
হকার নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শোষন মুক্ত বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্যে তিনি বলেছিলেন, আমি দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই। হকাররা এদেশের ভাগ্যহত জনগোষ্ঠী। পুনর্বাসনের মধ্য দিয়ে তাদের মুখে হাঁসি ফুটাতে পারলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। এ ব্যাপারে নগর প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে হকার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচি: রাজস্ব আদায়ের মাধ্যমে হকার পুনর্বাসনের দাবিতে ৩১ মার্চ ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রদ্বয়ের নিকট স্মারকলিপি পেশ করা হবে। উক্ত কর্মসূচি সফল করার জন্য নেতৃবৃন্দ হকারদের প্রতি আহ্বান জানান।