Daily Gazipur Online

হঠাৎ নির্বাচন কমিশনে সাবেক কমিশনার সাখাওয়াত হোসেন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) ভবনে এসেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে আসেন। হঠাৎ কি কারণে সিইসির সঙ্গে তিনি সাক্ষাত করতে এসেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
ইসি কর্মকর্তারা জানান, আজ বিকেল ৩টার দিকে ইসিতে আসেন এম সাখাওয়াত হোসেন। আজ সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেননেরও ইসিতে আসার কথা রয়েছে।
উল্লেখ্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালে এ টি এম শামসুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশন গঠিত হয়। সিইসি হুদার নেতৃত্বে কমিশনার হিসেবে ছিলেন মুহাম্মদ ছহুল হোসাইন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।