হত্যা-ডাকাতি মামলার ২১ আসামী গ্রেফতার

0
206
728×90 Banner

নরসিংদী থেকে হলধর দাস: পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর দিক নির্দেশনায় নরসিংদীতে অতিসম্প্রতি সংঘটিত দু’টি রহস্যজনক হত্যা মামলার রহস্য উদঘাটন সহ হত্যাকান্ডের সাথে জড়িত ৬ আসামীকে গ্রেপ্তার করেছে নরসিংদী পুলিশ। উদ্ধার করেছে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন আলামত। এছাড়াও জেলায় গত ১৪ দিনে সংগঠিত ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিকালে আরো ১৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন চৌকস দল। বৃহস্পতিবার (২১ অক্টোবর)সকালে নরসিংদী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জনাকীর্ন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর সংবাদ সম্মেলন সাংবাদিকদের জানান, গত ৭ অক্টোবর রায়পুরার অলিপুরা এলাকায় অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। পরবর্তীতে সন্ধান পেয়ে হত্যাকান্ডের শিকার রফিক মিয়ার পুত্রের করা অভিযোগের প্রেক্ষিতে ইজিবাইক ছিনতাই করে হত্যা এবং লাশগুমের অভিযোগে ইকবাল মিয়া (২০) এবং মো: বাবু মিয়া (২৪) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এছাড়া ১১ অক্টোবর শিবপুরের ঘাগটিয়া এলাকা থেকে রিয়াদ মিয়া (২৬) নামে আরেকটি মরদেহ উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। রিয়াদের ভাইয়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সন্দেহজনক আসামী পলাশ উপজেলার নিপা আক্তার (১৯),নরসিংদী সদর উপজেলার দত্তপাড়া এলাকার দীপু মিয়া (২০), মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মিজান আহমেদ (২০) এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মো: আমিন (২০) কে গ্রেপ্তার করা হয়। এসময় আমিনের কাছে থাকা হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করে পুলিশ। দুটি হত্যাকাÐের সাথেই জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানায় পুলিশ।
অন্যদিকে গত ১৪ দিনে নরসিংদী সদর মডেল থানা এলাকা, শিবপুর মডেল থানা এলাকা এবং রায়পুরা থানা এলাকার বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতি করে মালামাল নিয়ে পালানোর সময় মোট ১৫জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।
এসমস্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here