Daily Gazipur Online

হলুদ চাদরে ঢাকা ফসলের মাঠ

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় হলুদ চাদরে ঢাকা পড়েছে ফসলের মাঠ। সবুজ, বেগুনী, সাদা, সোনালী নানা মৌসুমী ফলনের পাশাপশি হলুদের হাসি যেন সৃষ্টি কর্তার এক অপরুপ সৃষ্টি।
জেলার সদর উপজেলার ভুল্লি, গড়েয়া, রহিমানপুর, জামালপুর ও বিশ্বাসপুর এলাকায় প্রতি বছরের মতো এবারও সরিষা ফুলের হলুদ রঙের চাদরে আবৃত ঠাকুরগাঁও জেলার অনেক এলাকা। বিভিন্ন গ্রামে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে সরিষার আবাদ।
জামালপুর ইউনিয়নের বিশ্বাসপুর এলাকার কৃষক মোঃ কুদ্দুস আলী জানান, গত বছর ৩বিঘা জমিতে সরিষার আবাদ করেছিলাম। এবারও আমি ৩বিঘা জমিতে সরিষা চাষ করেছি এবারও আশা করছি গতবারের ন্যায় ভাল ফলনের।আবহাওয়া অনুকুলে আছে সরিষার গাছে বেশ ফুলও হয়েছে পুরো জমিতে হলুদের সমাহার দেখতে বেশ ভালই লাগছে।
ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তরের উপ পরিচালক আলতাফুর রহমান জানান, ঠাকুরগাঁওয়ের মাটি কৃষি উপযোগী মাটি। এ জেলায় প্রায় সব ধরনের ফলন উৎপাদন বেশ ভাল হয়। গতবছরে এ জেলায় রেকর্ড পরিমান সরিষার ফলন হয়েছিল। এবারও সরিষার ফলন প্রত্যাশার তুলনায় বেশি আবাদ হয়েছে এবং ফলন ও ভাল হবে বলে আমরা ধারনা করছি।