ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ মঙ্গলবার,( ১০ মে ২০২৫) ঈদ উপলক্ষে দেশের গ্রাম থেকে রাজধানী ঢাকায় মানুষের চলাচল বেড়েছে; তবে অনেকেই নানা কাজ, দায়িত্ব ও ব্যবসায়িক প্রয়োজনে ঢাকাতেই থাকেন। তাঁদের জন্য গড়ে উঠেছে ‘ঢাকায় রয়ে যাওয়া হৃদয়’ নামে একটি সামাজিক উদ্যোগ, যেখানে ঢাকায় ঈদে থাকা মানুষের মিলনমেলা ও বন্ধুত্বপূর্ণ আড্ডার আয়োজন করা হয়।
এই মানবিক উদ্যোগটির সূচনা করেছেন সমাজসেবক ও উদ্যোক্তা মিনহাজ উদ্দীন অন্তর, যিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢাকায় ঈদে থাকবেন এমন ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন করে হৃদয়ঘন ও প্রাণবন্ত আড্ডার পরিবেশ তৈরির আহ্বান জানান।
মিনহাজ উদ্দীন অন্তর বলেন, “ঈদের সময় যখন সবাই গ্রামের পথে ফিরে যায়, তখন যারা ঢাকায় থেকে যায়, তাদের মন মাঝে মাঝে একাকীত্ব ও শূন্যতায় ভরে ওঠে। আমরা চেষ্টা করছি এই শূন্যতাকে বন্ধুত্ব, আড্ডা এবং মানবিক সম্পর্কের মাধ্যমে ভরিয়ে তুলতে। এই আয়োজন শুধু মিলনের আনন্দ নয়, এটি একটি সামাজিক বন্ধন গড়ে তোলার প্রয়াস, যা ভবিষ্যতে আরও বৃহত্তর সামাজিক ও উন্নয়নমূলক কাজের ভিত্তি হবে।”
তিনি আরও যোগ করেন,“আমরা আশা করি, এই ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যেতে পারব এবং ঢাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও মৈত্রী আরও বৃদ্ধি পাবে।”

উক্ত আড্ডা ও ঈদ মিলনী ছিল এক সৌহার্দ্যময় আয়োজন, যেখানে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে উত্তরা মেট্রো সেন্টারের পাশে দিয়াবাড়ি (ফুটকোট) এলাকায় হাঁস পার্টির মাধ্যমে সক্রিয় ও সজীব পরিবেশে নিজেদের উদ্যোগ ও অভিজ্ঞতা শেয়ার করেন। আলোচনা, খুনসুটি, নেটওয়ার্কিং এবং ব্যক্তিগত গল্পের মাধ্যমে সামাজিক বন্ধনকে আরও গভীর করা হয়।
এই আয়োজনে অংশগ্রহণকারীরা ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি ভবিষ্যতে উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রমে সহযোগিতার ভিত্তিও গড়ে তুলেন।
‘ঢাকায় রয়ে যাওয়া হৃদয়’ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ঢাকায় অবস্থানরত মানুষজন নিয়মিত মিলিত হচ্ছেন, একে অপরের সঙ্গে আলাপ-আলোচনা ও পারস্পরিক সহায়তা করছেন, যা শহরের একাকীত্ব কাটিয়ে সামাজিক সম্পর্ককে সুদৃঢ় করছে।
আয়োজকরা বলেন, এই উদ্যোগটি ঢাকার নাগরিকদের মাঝে মানবিক সহানুভূতি ও পারস্পরিক সমঝোতা বৃদ্ধি করে সামাজিক সুস্থতা ও সংহতির নতুন দিগন্ত উন্মোচন করছে। যোগাযোগ লিংক https://wa.me/8801919052788
