Daily Gazipur Online

হাইকোর্টে বিচার বিলম্ব : ন্যায়বিচারের নামে অবিচার

অ্যাডভোকেট এম এ মজিদ: বাংলাদেশের হাইকোর্টে মামলা নিষ্পত্তির চিত্র বর্তমানে ভয়াবহ। মামলার শুনানি বছরের পর বছর নয়, বরং এক যুগ, দুই যুগ পর্যন্তও ঝুলে থাকে, কেবলমাত্র নোটিশ জারি না হওয়ার কারণে! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব সত্য।
একজন বিচারপ্রার্থী যখন হাইকোর্টে মামলা দায়ের করেন, তখন তার আশা থাকে অন্তত প্রাথমিক শুনানিটা দ্রুত হবে। বিচারপতি প্রতিপক্ষকে নোটিশ ও রুল জারি করার আদেশ দেন, সাধারণত চার সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে জবাব দিতে। অথচ এই নোটিশ পৌঁছানো ও ফেরত আসার প্রক্রিয়া এমনভাবে জট পাকানো হয় যে, বিচার কার্যত স্তব্ধ হয়ে পড়ে। ডাক বিভাগের জিইপি ২৪ ঘন্টার মধ্যেই ডেলিভারি হওয়া সত্ত্বেও জারিকারকেরা প্রতিপক্ষের সঙ্গে আঁতাত করে বছরের পর বছর “প্রাপক পাওয়া যায়নি” মর্মে রিপোর্ট দিয়ে সময় নষ্ট করেন। অথচ আইন অনুযায়ী চিঠি প্রাপক গ্রহণ না করলে তার বাড়ির দরজায় ঝুলিয়ে দেওয়ার বিধান রয়েছে, কিন্তু দুর্নীতির কারণে সেটি করা হয় না। কেন নোটিশ জারি দেখানো হলো না, সেই অপরাধে এ যাবৎ করো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে কিনা, তা শোনা যায়নি।
শুধু তাই নয়, হাইকোর্টের বিচারপতির দেওয়া আদেশও সংশ্লিষ্ট সেকশনের কর্মকর্তারা কার্যকর করতে গড়িমসি করেন। যদি মামলাকারী বা তার তদবিরকারী ব্যক্তিগতভাবে গিয়ে “সন্তুষ্ট” না করেন, তবে ফাইল বছরের পর বছর ধুলো খেয়ে পড়ে থাকে। কোনো জবাবদিহিতা নেই, কোনো শাস্তির নজির নেই। যেন ন্যায়বিচার নয়, তদবিরই হচ্ছে আদালতের অঘোষিত নিয়ম। এই অপরাধে করো দৃষ্টান্তমূলক শাস্তির কথা কখনোই শোনা যায়নি।
ঢাকার হাইকোর্ট থেকে ঢাকার জজকোর্ট বা দেশের যে-কোনো আদালতে নথি তলবের আদেশ হলে সেটি পৌঁছাতে প্রায়শই ১০–১২ বছর লেগে যায়। অথচ একই নথি যদি কারও প্রভাবশালী তদবির থাকে, তবে এক সপ্তাহের মধ্যেই হাইকোর্টে যথাযথভাবে ফেরৎ আসাসহ “নথি শুনানির জন্য প্রস্তুত” হয়ে যায়। সাধারণ বিচারপ্রার্থীরা বছরের পর বছর দৌঁড়াদৌঁড়ি করতে করতে নিঃস্ব হয়ে যায়। কারও কারও ভিটেমাটি বিক্রি করে মামলার খরচ জোগাতে নিঃস্ব হয়ে যেতে হয়, কিন্তু বিচার মেলে না।
১৯৮৩ সালের সংশোধিত দেওয়ানি কার্যবিধি অনুযায়ী ডাকযোগে নোটিশ প্রেরণের ৩০ দিন অতিক্রান্ত হলেই সেটিকে “জারি হয়েছে” বলে গণ্য করার স্পষ্ট বিধান রয়েছে। অথচ সেই আইন উপেক্ষা করেই মামলাটি “প্রস্তুত নয়” দেখিয়ে বছরের পর বছর আটকে রাখা হয়। কিন্তু কেন? এর জন্য কি বিচারপতিগণের কিছুই করণীয় নেই? এটি বিচারপতিগণ আমলে না নেওয়ার কারণে বর্তমানে হাইকোর্টে আইনের শাসন নয়, দুর্নীতিই এখানে সর্বোচ্চ কর্তৃত্ব ও প্রাধান্য লাভ করছে।
ফলত সাধারণ মানুষ আদালতের উপর আস্থা হারিয়ে ক্রমে গুন্ডা, মাস্তান বা প্রভাবশালী রাজনৈতিক মহলের দ্বারস্থ হচ্ছেন। যেখানে আদালত হওয়ার কথা ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল, সেখানে মানুষ এখন সেটিকে দেখছেন দুর্নীতি ও অবিচারের দুর্গ হিসেবে। এটা কোনো স্বাধীন দেশের চিত্র কোনো অবস্থাতেই হতে পারে না।
১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষ জীবন দিলেন, ৩ লক্ষ মা-বোন সম্ভ্রম হারালেন, এ দেশের এক কোটিও বেশি মানুষ শরণার্থী হলেন, কোটি কোটি ঘরবাড়ি লুন্ঠন হওয়াসহ আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হলো – ন্যায়ভিত্তিক একটি স্বাধীন দেশটিকে সোনার বাংলা হিসেবে দেখার লক্ষ্যে। অথচ আজ স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গিয়েও আদালতের অন্দরমহল দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে পচে গেছে।
২০১৪ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক জরিপে স্পষ্ট লিখেছিল, বাংলাদেশে সর্বোচ্চ দুর্নীতি হচ্ছে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে। তখনকার প্রধান বিচারপতি টিআইবি কর্মকর্তাদের ডেকে তথ্যপ্রমাণ চাইলে, টিআইবি’কে ক্ষমা চাইতে বলতে পারেন নাই। অর্থাৎ অভিযোগের সপক্ষে বহুবিধ প্রমাণ দেখানো হয়েছিল। এখন যদি আবার টিআইবি গবেষণা চালায়, তবে ফলাফল আরও ভয়ঙ্কর হবে, এতে বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ নেই।
তাহলে প্রশ্ন হচ্ছে – এই পরিস্থিতি চলতে দেওয়া কি আমাদের নিয়তি? আমরা কি এভাবেই বিচার বিলম্বের আড়ালে বিচারহীনতার লজ্জা বইতে থাকব?
বিচার ব্যবস্থার ভেতরকার এই অব্যবস্থা, দুর্নীতি ও তদবিরের সংস্কৃতি যদি আজই রোধ করা না যায়, তবে সাধারণ মানুষ চূড়ান্তভাবে আদালতের উপর থেকে আস্থা হারাবে। আর জনগণ যখন আইনের বাইরে সমাধান খুঁজতে বাধ্য হবে, তখন রাষ্ট্রের ভিতই কেঁপে উঠবে।
এদেশের মানুষের একটাই প্রত্যাশা – বিচারপতি, আইনজীবী ও আদালতের কর্মচারীরা যেন নিজের পেশার মর্যাদা রক্ষা করেন। আদালতকে যেন আবারও মানুষের শেষ ভরসার আশ্রয়স্থল হিসেবে দাঁড় করানো যায়। নইলে ইতিহাস ক্ষমা করবে না, আর স্বাধীনতার অর্জন অর্থহীন হয়ে পড়বে।
লেখক: সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, জাতীয় সাংবাদিক সোসাইটি এবং ওয়ার্ল্ড পীছ অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান।