Daily Gazipur Online

হাজারীবাগে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-২ এর একটি দল।
র‌্যাব জানিয়েছে, আটক আসামির নাম মো. সাগর ইসলাম (২২)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। অভিযানকালে তার কাছ থেকে মাদক বিক্রির ৯ হাজার ৫শ’ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২) এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিনগত রাত পৌনে ১২টার দিকে র‍্যাব-২ এর একটি দল রাজধানীর হাজারীবাগ থানার বেড়ীবাঁধ রোডস্থ এজ এম এক্্রপ্রেস ফিলিং এন্ড সার্ভিস স্টেশনের সামনের রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। এসময় দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাস গাড়িটি সন্দেহজনক হলে থামানোর জন্য সংকেত দিলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে মো: সাগর ইসলাম (২২) পালানোর চেষ্টা করে।এসময় র‍্যাব সদস্যরা চালকের সিট থেকে দু’টি প্লাস্টিকের বস্তায় ভর্তি ৫০ কেজি গাঁজা সহ সাগরকে গ্রেফতার করে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
এএসপি আবদুল্লাহ আল মামুন আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামি জানান, রাজধানীতে নেশাজাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি অভিনব কায়দায় নিত্য নতুন কৌশলে দীর্ঘদিন ধরে গাঁজার চালান সরবরাহ করতেন।
এছাড়া বড় লোক হবার নেশায় দ্রুত বেশি অর্থ আয় করার জন্য তিনি ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা উচ্চমূল্যে সরবরাহ করতেন। তার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে জানিয়েছেন তিনি।
র‍্যাব জানিয়েছে, লোভে পড়ে মাদক কারবারি মো. সাগর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চড়াদামে গাঁজা বিক্রয় ও সরবরাহ করতেন। আসামি সাগর সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে ৫০ কেজি গাঁজা নিয়ে রাজধানীতে আসলে র‍্যাবের হাতে ধরা পড়েন । তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিষয়ে আটক মাদক কারবারি সাগরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।