Daily Gazipur Online

হাজারো স্কাউটের অজানার পথে যাত্রা !

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের মৌচাকে সপ্তাহব্যাপী চলমান ১০ বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরীর ৬ষ্ঠ দিন আজ বুধবার।
এদিনে অংশগ্রহনকারী স্কাউট ছেলে-মেয়েরা সকাল থেকে অজানার উদ্দেশ্যে যাত্রা করেন। সঙ্গী ছিলো দিকনির্দেশনামূলক বার্তা ফিল্ডবুক,কম্পাস, ফাস্টএইড বক্স, নিরাপত্তামূলক সরঞ্জামাদি। স্কাউটরা গভীর জঙ্গলের মধ্য দিয়ে,কখনও জলাশয় পেরিয়ে, আবার কখনও দুর্গম পাহাড়ি পথে সাংকেতিক চিহ্ন অনুসরন করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে।
রোমাঞ্চকর এই ভেঞ্চারে স্কাউটরা উপস্থিত বুদ্ধি,কৌশল ও সাহসের সাথে বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম ও পরীক্ষায় অংশ নেয়। হাইকিংয়ে ইউনিটভিত্তিক অংশগ্রহণের জন্য ট্র্যাকিং সাইন (অনুসরক চিহ্ন) এবং কম্পাস ব্যবহারের ওপর স্কাউটরা যথেষ্ট অনুশীলন করে আসে। তারা কোড সাইফার,ফিল্ড বুক ও কম্পাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।
দিনব্যাপী এই ভেঞ্চারে স্কাউটরা ফিল্ডবুক, ট্র্যাকিং সাইন, তথ্যচিত্র, ধাঁধা, কোড-সাইফার ইত্যাদি ব্যবহার করে গন্তব্যস্থানে পৌঁছে হাড়ি-পাতিল ছাড়াই রান্না সম্পন্ন করে দুপুরের আহার সম্পন্ন করে। জাম্বুরীর হাইকিংকে আকর্ষণীয় করার জন্য প্রতিযোগিতামূলক বেশ কয়েকটি ইভেন্ট রাখা হয়। বেশ কয়েকটি প্রতিবন্ধকতা অতিক্রম করার মাধ্যমে অংশগ্রহণকারী স্কাউটরা হাইকিং উপভোগ করবে। হাইকিং শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ ফিল্ডবুক, ম্যাপ ও প্রতিবেন হাইক মাস্টারের নিকট জমা দেয়।
জাম্বুরীর অন্যতম আকর্ষন মহা তাঁবুজলসা অনুষ্ঠিত হয় আজ। এই উনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তাঁবু জলসা হচ্ছে চিত্তবিনোদনের জন্য স্কাউটদের নিজস্ব অনুষ্ঠান। যেখানে স্কাউটরা খোলা মাঠে অগ্নি প্রজ্জ¦লন করে তার চারপাশে বসে গান-বাজনা, নৃত্য ও নাটিকা পরিবেশন ও উপভোগ করেন।
উল্লেখ্য, ৮ মার্চ থেকে শুরু হওয়া এই জাম্বুরী চলবে আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত। জাম্বুরীতে দেশ-বিদেশের প্রায় ১২ হাজার স্কাউট ছেলে-মেয়ে, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা অংশ গ্রহন করছেন।