
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : হাটহাজারী উপজেলার ১৪ টি ইউনিয়ন, পৌরসভা ও বায়েজীদ ১,২ নং ওয়ার্ডের এর প্রায় ৩০০০ পরিবারে খাদ্যসামগ্রীর ‘ভালোবাসার পোটলা’ প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ও বিগত জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসন থেকে মোমবাতি প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। চাল, ছোলা, আলু, পিয়াজ ও খেসারী দিয়ে করা ভালবাসার পোটলাগুলো ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে তালিকা সংগ্রহ করে করোনা ভাইরাসের কারণে সংকটে পড়া পরিবারগুলোর মধ্যে পৌঁছানো হয়। জনসমাগম এড়িয়ে পোটলাগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার কার্যক্রমটি সমন্বয় করেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দীকি ও হাটহাজারী ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ। ২০ এপ্রিল সকালে সমন্বয়ক এনামুল হক ছিদ্দিকীর কাছে পোটলাগুলো হস্তান্তরের সময় মুহাম্মদ নঈমুল ইসলাম মানবিকতা ও হাটহাজারীবাসীর প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এরকম কর্মসূচি ভবিষ্যতেও চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এর পূর্বে নঈমুল ইসলামের উদ্যোগে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাটহাজারী মা-শিশু হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিইও প্রদান করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে ‘ভালোবাসার পোটলা’ উদ্যোগটি প্রকাশ্য-অপ্রকাশ্য ভাবে চলবে ও প্রয়োজনে সহায়তার আওতায় আরো পরিবারকে যুক্ত করার কথাও জানান ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী।






