
ডেইলি গাজীপুর প্রতিবেদক : হিউম্যানিটি মুভমেন্ট অব বাংলাদেশ এর আয়োজিত সীরাতুন্নবী সাঃ কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ২ টায় সংগঠনের চেয়ারম্যান মাওলানা মুছাদ্দিক আহমদ সভাপতিত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সীরাতুন্নবী সাঃ কনফারেন্সে বক্তারা বলেন, আমরা যদি ব্যক্তিগত,পেশাগত, পারিবারিক, সামাজিক,অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে বিশ্ব নবী (সাঃ) কে অনুসরণ করতে পারি, তাহলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিশ্চিত করা সম্ভব হবে। আর এ জন্য যুব সমাজকে নবীজী (সাঃ) জীবনাদর্শ অনুকরনে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
সীরাতুন্নবী সাঃ কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন মারকাযুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ শেখ
মুজিবুর রহমান, সংগঠনের মহাসচিব আব্দুল হাই আল হাদী, যুগ্ন মহাসচিব মুহাফিজুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, হাফিজ আলমগীর গাজী, শাহ আলম, মোহাম্মদ আলী, গোলাম রহমান খান রাওহা, হাসান ইমন, শাহ আলম, খালিদুর রহমান প্রমুখ।
হিউম্যানিটি মুভমেন্ট অব বাংলাদেশ আয়োজিত সীরাত বক্তব্য ও হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
