১০ ঘণ্টায় কোরবানি বর্জ্যমুক্ত করলো ডিএনসিসি

0
164
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বেঁধে দেওয়া সময়ের অনেক আগেই কোরবানি বর্জ্যমুক্ত করলো ঢাকা উত্তর সিটি করপোরেশন।
শনিবার (১ আগস্ট) বিকেল ২টা থেকে কোরবানি বর্জ্য আনুষ্ঠানিকভাবে অপসারণ শুরু করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। টানা কাজ করে রাত ১০টার মধ্যে ২৩ ওয়ার্ড শতভাগ বর্জ্যমুক্ত ঘোষণা করে ডিএনসিসি।
পাশাপাশি রাত ১২টার মধ্যে সকল ওয়ার্ডকে বর্জ্যমুক্ত ঘোষণা করা হবে বলে জানানো হয় ডিএনসিসির পক্ষ থেকে।
রাত ১০টার মধ্যে যে ২৩টি ওয়ার্ড বর্জ্যমুক্ত ঘোষণা করা হয় সেগুলো হচ্ছে, ওয়ার্ড-৩১, ২৭, ৮, ১, ১৭, ১৯, ২০, ২৮, ২৯, ৩০, ৩২, ৩৪, ৯, ১০, ১১, ৩৯, ৪০, ৪১, ৫১, ৫২, ৫৩, ৫৪।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান এসব ওয়ার্ডকে শতভাগ বর্জ্যমুক্ত ঘোষণা করেন।
এদিকে বিকেলে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধনের সময় মেয়র আতিকুল ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে কোরবানি বর্জ্যমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। অর্থাৎ বেঁধে দেওয়া সময়ের অনেক আগেই ডিএনসিসি বর্জ্যমুক্ত হলো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here