Daily Gazipur Online

১০ টাকা কেজি দরে চাল বিক্রি স্থগিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনাভাইরাস মোকাবিলায় কর্মহীনদের সহায়তার লক্ষ্যে সরকার ঘোষিত ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত করেছে খাদ্য মন্ত্রণালয়।
সোমবার খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খাদ্য সচিব জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত থাকবে। একদিন বিক্রির পরই আমরা ঢাকা ও নারায়ণগঞ্জে বন্ধ রেখেছিলাম। এ কর্মসূচি স্থগিত করার আরেকটি কারণ হচ্ছে মানুষের গ্যাদারিং। এতে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন হলে এটা ফের চালু করা হবে। এখন ত্রাণের দিকেই জোরটা বেশি।
তিনি বলেন, এ মুহূর্তে খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। একই সময়ে পর্যাপ্ত ত্রাণও বিতরণ করা হচ্ছে। কিছু অনিয়ম ধরা পড়ছে। তাই আমরা বন্ধ রেখেছি।
প্রসঙ্গত, দেশে বিভিন্ন স্থানে ওএমএসের চাল কালো বাজারে বিক্রি এবং কয়েকটি জায়গায় ওএমএসের চালসহ কয়েকজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো।