Daily Gazipur Online

১১ দফা দাবিতে নাগরিক মঞ্চের গণমিছিল অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর সংবাদ বিজ্ঞপ্তি : গতকাল ৩০ ডিসেম্বর ১২:৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব সম্মুখে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলসমূহের যুগপথ আন্দোলনের কর্মসূচি হিসেবে নাগরিক মঞ্চ কর্তৃক আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল আলেম-ওলামাসহ সকল রাজবন্দীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ অন্তরবর্তীকালীন সরকার গঠন করে সংসদ ভেঙে দেওয়াসহ ১১ দফা দাবিতে গণ মিছিল পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন ৩০ ডিসেম্বর ২০১৮ পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হয়েছে, দিনের ভোট রাতে করে ফ্যাসিস্ট সরকার নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সরকার দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর পরিকল্পনার অংশ হিসেবে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে, বিরোধীদল এর উপর দমন পীড়নের অংশ হিসেবে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলায় জেলে আবদ্ধ করে রেখেছে অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানকে মিথ্যা মামলায় জেলে রেখে মানবতার প্রতি চরম অবিচার করেছে। শত শত আলেম-ওলামাকে কারারুদ্ধ করে রেখেছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে আলেম-ওলামাসহ সকল রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি করেন। নেতৃবৃন্দ আরো বলেন, সরকার দেশে-বিদেশে সর্বস্তরে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে এমতাবস্থায় দেশে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এভাবে একটি রাষ্ট্র চলতে পারেনা দেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করতে হলে এ সরকারের পদত্যাগের কোন বিকল্প নেই। নেতৃবৃন্দ সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ অন্তবর্তীকালীন সরকার ব্যবস্থা গঠন করে সংসদ ভেঙে দিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার জোর দাবি জানান। সমাবেশ শেষে গণ মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় বাইতুল মোকাররম হয়ে দৈনিক বাংলা মোড়ে এসে সমাপ্ত হয়। গণ মিছিল পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সমন্বয়কারী দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়কারী মোঃ মাসুদ হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়কারী মোফাস্সির অধ্যাপক বাজলুর রহমান আমিনী, দেশপ্রেমিক নাগরিক পার্টির মহাসচিব ড. শওকত হোসেন, ইসলামী সমাজতান্ত্রিক পার্টির মহাসচিব কমর উদ্দিন লিটন ও বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টির চেয়ারম্যান ইয়াসির আক্তারসহ জাতীয় নেতৃবৃন্দ। সভাশেষে আগামী ৫ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব সম্মুখে নাগরিক সমাবেশ ও কালো পতাকা মিছিল এবং ১১ জানুয়ারি যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করা হবে।