১৫ আগস্টে ছোট পর্দায় সহিদের দুই কাহিনীচিত্র

0
229
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: বৃহস্পতিবার জাতীয় শোক দিবস। মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকান্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্র নির্মমভাবে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক ও বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। জাতীয় এ শোক দিবস উপলক্ষে দু’টি কাহিনীচিত্র নিয়ে হাজির হচ্ছেন কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারসহ নৃশংসভাবে হত্যার প্রতিবাদ-প্রতিরোধ যোদ্ধাদের ঘটনা নিয়ে তার রচিত গল্প ‘মহামানবের দেশে’ অবলম্বনে কাহিনীচিত্র দু’টি নির্মিত হয়েছে। এর মধ্যে ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনীচিত্রটি পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রওনক হাসান, হিমি ও মিজানুর রহমান। এটি ১৫ আগস্ট সন্ধ্যা ৬টায় এটিএন বাংলায় প্রচার হবে। রাকেশ বসুর চিত্রনাট্যে ‘পঁচাত্তরের ডায়েরি’ কাহিনীচিত্রটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহাদাত হোসেন, মনোজ প্রামাণিক, তানিয়া বৃষ্টি, জাহাঙ্গীর আলম ও মাস্টার শাকিল। কাহিনীচিত্রটি একইদিন চ্যানেল আইয়ে রাত ৭টা ৪৫ মিনিট প্রচার হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here