Daily Gazipur Online

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তুরাগ থানা জাতীয় শ্রমিকলীগের কর্মসূচি

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ আগামী ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা জাতীয় শ্রমিকলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করা হয়েছে । ১৫ ই আগস্ট সূর্যোদয়ের পর পর তুরাগ থানা জাতীয় শ্রমিকলীগের কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে । সকাল দশটায় তুরাগ থানা জাতীয় শ্রমিকলীগের দলীয় কার্যালয়ে সকল নেতা কর্মী উপস্থিত হয়ে আওয়ামী লীগের দেওয়া কর্মসূচী সফল করা, জোহরের নামাজের পর ১৫ ই আগস্ট ১৯৭৫ এ স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ো প্রার্থনা করা হবে । ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব তৌকির হাসান ইকবাল ও সাধারণ সম্পাদক মোঃ সোলেমান ওসমান এক যৌথ বিবৃতিতে বলেন, অধিকার আদায়ের আন্দোলন শাণিত হলেই তা আদায় করা সম্ভব। বঙ্গবন্ধু ছাত্রাবস্থা থেকেই সেটি জানান দিতে সমর্থ হয়েছিলেন বলেই অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন । বঙ্গবন্ধুর বাংলাদেশকে আজ বিশ্বসভায় অনন্য উচ্চতায় যিনি নিয়ে গেছেন, তিনি জাতির পিতার তনয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তারা শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় শ্রমিকলীগের সকল নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আত্মনিয়োগ করার উদাত্ত আহবান জানান । তারা আরও বলেন, শেখ মুজিবের জন্ম না হলে বিশ্বসভায় নতুন করে আরো একটি ভুখন্ড তৈরি হতো না । বঙ্গবন্ধুকে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি উল্লেখ করে তারা বলেন, জেল-জুলুম আর নির্যাতনের স্টিমরোলার চালিয়েও বঙ্গবন্ধুকে দাবিয়ে রাখা যায়নি । তিনি আদর্শিক সংগ্রামে ছিলেন অবিচল। ফলে, উচ্চাকাঙ্খী ও বিপথগামী সেনা সদস্যরা ১৫ আগষ্ট স্বপরিবারে জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে অচল করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল । আজ তাঁরই কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে জাতির পিতার সেই স্বপ্নের বাসযোগ্য স্বদেশ নির্মাণে প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা জাতীয় শ্রমিকলীগের সকল নেতা কর্মীদের সেই প্রচেষ্টার শামিল থাকার আহবান জানান এবং সকল নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্যও অনুরোধ করেন ।