Daily Gazipur Online

১৫ জুনের মধ্যে ৯ম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করতে হবে –ঐক্য পরিষদ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আগামী ১৫ জুনের মধ্যে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ এবং ঈদের আগে বকেয়াসহ বেতন-বোনাস প্রদান করা না হলে সাংবাদিকরা রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেবে।
আজ ৩০ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক-শ্রমিক-কর্মচারি ঐক্যপরিষদের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে এ হুশিয়ারী দেয়া হয়।
বিএফইউজের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, কর্মচারি ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক আকতার হোসেন।