১৮৮৬ সাল থেকে আজও অধিকার বঞ্চিত শ্রমিক সমাজ……. পিএনপি

0
72
728×90 Banner

ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে অদ্য সকাল ১০.৩০ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে প্রগতিশীল জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির মহাসচিব আলহাজ্ব আহমেদুর রহমান খোকন। বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয়, ইয়াছিন হাবিব, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খোকন, মহিলা বিষয়ক সম্পাদক নাছিমা আক্তার, ছাত্র বিষয়ক সম্পাদক এম এ আরিফ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক এড. আফরোজা আক্তার ববি, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল হোসেন, শেখ মোঃ হেলাল উদ্দিন, মামুনুর রশিদ মামুন, পলি আক্তার, মোঃ বাবু, মোঃ সেলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদুর রহমান খোকন বলেন, ১৮৮৬ সাল থেকে আজও ন্যায্য অধিকার বঞ্চিত শ্রমিক সমাজ। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত অনেকগুলো সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এদেশের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শ্রমিকের রক্ত ঝরা ঘামের বিনিময়ে মালিকরা বিলাসিতা ও সুখ স্বাচ্ছন্দ, আরাম আয়েশ উপভোগ করেন। অথচ সেই শ্রমিকদের প্রতি মালিকদের অন্যায় অত্যাচার, বিনা নোটিশে চাকুরিচ্যুত করা ছাড়া আর কিছুই শ্রমিকদের ভাগ্যে জোটে না। মালিকদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সকল শ্রমিক সমাজকে রুখে দাঁড়াতে হবে। আমরা দীর্ঘদিন সর্বস্তরের শ্রমিকদের কল্যাণ একটি শ্রমিক কল্যাণ ট্রাস্ট গঠনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার আজ পর্যন্ত কোন ভূমিকা নিতে পারেনি। এটা অত্যান্ত দুঃখজনক। তাই এভাবে আর চলতে দেওয়া যায় না। প্রগতিশীল জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল নেতা কর্মীদের নির্যাতিত-নীপিড়িত শ্রমিক সমাজের অধিকার আদায়ের সংগ্রামে এক হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here