Daily Gazipur Online

১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি ………..লায়ন গনি মিয়া বাবুল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯ মার্চ ১ম সশস্ত্র প্রতিরোধ দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি করেছেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে ১ম সশস্ত্র প্রতিরোধ দিবস শুরু হয়। এই দিন পাকিস্তানী বাহিনীর সাথে সশস্ত্র যুদ্ধে মনু খলিফা, হুরমত ও নিয়ামত এই তিনজন প্রথম শাহাদাত বরণ করেন। এই ঘটনায় সারা বাংলায় স্লোগান উঠে ‘জয়দেবপুরের পথ ধর-বাংলাদেশ স্বাধীন কর’। এই ১৯ মার্চের নেতৃত্বে ছিলেন বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি।
১৮ মার্চ গাজীপুর থেকে প্রকাশিত পাক্ষিক সচিত্র পত্রিকা পাঠক ফোরাম আয়োজিত প্রথম সশস্ত্র প্রতিরোধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ১৯ মার্চ জাতীয় দিবস ঘোষণা করার লক্ষ্যে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সাপ্তাহিক উদয়ের পথে পত্রিকার প্রধান সম্পাদক লায়ন মোঃ আব্দুল মজিদ খানের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন এড. দেওয়ান মোঃ আবুল কাশেম, কবি আবু নাসির খান তপন, এড. মোঃ জালাল উদ্দিন ভান্ডারী, মোঃ রোমান শাহ আলম, এম.এ ফরিদ, অধ্যক্ষ আবু হানিফ খান প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন গনি মিয়া বাবুল সকলকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।