১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজের তালিকা চান নতুনধারার মোমিন মেহেদী

0
104
728×90 Banner

ডেইলি গাজীপুর, সংবাদ বিজ্ঞপ্তি: ১১৬ আলেমদের মত ১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজের তালিকা চেয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি ১৭ মে সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘১১৬ ইসলাম ধর্মীয় আলেমের তালিকা বনাম ১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজের তালিকা’ শীর্ষক আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, ইসলামকে পূঁজি করে ধর্ম ব্যবসার অভিযোগে যদি তালিকা আসতে পারে, আমরা ১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি-সচিব-আমলা-সাংবাদিক-রাজনীতিক-শিক্ষক-আইনজীবি-ব্যবসায়ীর তালিকা চাই। আর এই তালিকা যদি দুদকে গণ কমিশন জমা না দেয়; আগামী নির্বাচনকে সামনে রেখে সেই তালিকা তৈরি ও জমা দেবে নতুনধারার রাজনীতিকেরা।
এসময় মোমিন মেহেদী আরো বলেন, কেবলমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যদি দেশে যখন তখন যা খুশি তা করা হয়; তাহলে তা প্রতিহত করবে স্বাধীনতা ও ধর্মব্যবসা বিরোধী সাধারণ মানুষ। তারা রাজনীতিকে ধর্মীয় করণ যেমন চায় না, তেমনি স্বাধীনতাকে দলীয় করণ করাও চায় না। তারা চায় ধর্ম যথাযথ পালনের পাশাপাশি সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার জন্য মানবতার কল্যাণে নিবেদিত থাকতে। সভায় বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য সামিয়া মাহী প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here