Daily Gazipur Online

২০২১ সালে ভোট চোর দূর্নীতিবাজ লুটেদের বিরুদ্ধে দেশবাসীর ঐক্যবদ্ধ হওয়ার আহবান……..জাতীয় পার্টি

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ও ভারপ্রাপ্ত মহা-সচিব আহসান হাবিব লিংকন এক যুক্ত বিবৃতিতে, আগামী ১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালনের জন্য দেশের সকল মহানগর, জেলা ও উপজেলা শাখার প্রতি আহবান জানিয়েছেন। আজ বুধবার গণমাধ্যমে এক বিবৃতিতে নেত্রীবৃন্দ এই সব কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন এক দিকে করোনা মহামারী অন্যদিকে দূর্নীতি ও দু:শাসন গণতন্ত্রহারা জনগণ দিশেহারা। এই থেকে পরিত্রানের একমাত্র পথ জাতীয় পার্টিকে শক্তিশালী করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। জনগণের ভোটের অধিকার রাতের আধারে যারা চুরি করে জনগণকে অসম্মান করেছে তাদের আশ্রয় প্রশ্রয়ে লালিত পালিত একশ্রেণীর লুটেরা দেশের অর্থ বিদেশে পাঁচার করেছে। ২০২১ সালে এ সকল লুটেরাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
জনগণকে সাথে নিয়ে এ সকল দূর্নীতিবাজ লুটেরাদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে এটাই জাতীয় পার্টির আহবান।