
হলধর দাস, নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় বিশেষ করে মিডিয়ার সহযোগিতায় ৯মাস থেকে ১০বছর বয়সী সকল শিশুদের মাঝে টিকাদান সম্পন্ন করতে পারলে ২০২৩ সালের মধ্যে আমরা বাংলাদেশকে হাম-রুবেলা মুক্ত করতে পারবো। ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল-২০২০ তারিখের মধ্যে এই টিকা দেয়া হবে।
গত বৃহস্পতিবার সকালে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘হাম-রুবেলা(এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২০’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতির ভাষণে সিভিল সার্জন নুরুল ইসলাম এসব কথা বলেন।
মেডিকেল অফিসার ডা. ফারজানা শহীদ সাথীর উপস্থাপনায় সংবাদ সম্মেলনে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ ফজলুল হক, প্রেসক্লাব সদস্য হলধর দাস, মোঃ মাহবুব আলম, হুমায়ূন কবীর শাহ প্রমুখ।
ক্যাম্পেইন এর উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন এসআইএমও ও ডবিøউএইচও ডা. মাহবুবা সুলতানা।
সিভিল সার্জন বলেন, এখন হাম-রুবেলার প্রাদুর্ভাব বেশী। হাম পরবর্তী প্রতিক্রিয়া নিয়ন্ত্রেণে রাখতেই আমরা হাম-রুবেলা টিকা দেয়ার পদক্ষেপ নিয়েছি। সারাদেশে ৩৪মিলিয়ন তথা ৩ কোটি ৪০ লাখ শিশুকে এই টিকা দেয়া হবে। নরসিংদীতে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ৬ লাখ শিশু। তবে কোন অসুস্থ্য রোগীকে টিকা দেয়া হবে না। অসুস্থ্য কেউ থাকলে তার চিকিৎসা করে সুস্থ্য করেই টিকা দেয়াা হবে। হাম প্রতিহত না করলে পরবর্তী ডায়রিয়া সহ বিভিন্ন কঠিন রোগে শিশু আক্রান্ত হতে পারে।
এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, সরকারের এসডিজি লক্ষমাত্রা পূরণে সুস্থ্য জাতি গঠন করতে হলে হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য সাংবাদিক ভূমিকা থাকবে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, শিশু জন্মের ২বছর পর থেকে তাদের ব্রেইন ডেভেলপ করে। সেজন্য্ও তাদের সুস্থ্য থাকতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি ২/১দিনের মধ্যেই স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট প্রত্যাহারের একটা সমঝোতা সরকারের সাথে হয়ে যাবে। টিকাদান প্রোগ্রাম আমরা সফলভাবেই করতে পারবো। আগের সকল ক্যাম্প বহাল থাকবে।
ডা. মাহবুবা সুলতানা বলেন স্বাস্থ্যবিধি মেনেই আমরা টিকাদান সম্পন্ন করবো।
সবশেষে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মেলনের সমাপ্তি টানেন সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম।






