
ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক: ওয়েট লস জার্নি… নানা সময়ে এমন অনেকের জীবন কাহিনী শুনে থাকবেন। মিশর থেকে ভারতে চিকিত্সা করাতে আসে বিশ্বের সবচেয়ে মোটা মহিলা ইমানের কথাও নিশ্চয় অনেকেরই মনে আছে। এবার সামনে এল এক ভারতীয় মহিলার কথা।
ইমানের জীবন কাহিনির হ্যাপি এন্ডিং না হলেও ভাসাইয়ের বাসিন্দা অমিতা রজনীর ওয়েট লস জার্নি অনুপ্রেরণা দেবে অনেককেই।চার বছরে দুটি অস্ত্রোপচার এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ২১৪ কেজি ওজন কমিয়েছেন অমিতা। ৩০০ কেজি থেকে কমে তাঁর ওজন এখন মাত্র ৮৬ কেজি। বেরিয়াট্রিক সার্জেন ডা শশাঙ্ক শাহ জানিয়েছেন ৪২ বছরের অমিতাই ছিলেন এশিয়ার সবচেয়ে মোটা মহিলা।
একটি সাক্ষাত্কারে অমিতা রজনী জানালেন, অস্ত্রোপচারের আগে জীবনটা দুর্বিষহ ছিল। পোশাক বদলানো বা সামান্য একটু হাঁটার জন্যেও প্রয়োজন হত দ্বিতীয় কোনও ব্যক্তির সাহায্য। টানা ৮ বছর শয্যাশায়ী ছিলেন তিনি। এই আট বছরে একদিনও বাড়ির বাইরে বেরোননি, দেখেননি সূর্যের আলো।তাঁকে দেখলেই তাঁর ৬ মাসের ভাইপো কাঁদতে শুরু করত। এখানেই শেষ নয়। মোটা হওয়ার পাশাপাশি কিডনির সমস্যা, টাইপ ২ ডায়াবিটিস এবং শ্বাসকষ্টও ছিল তাঁর। সব মিলিয়ে দিন দিন অবসাদে তলিয়ে যাচ্ছিলেন।
লীলাবতী এবং হিন্দুজা হাসপাতালে দু’বার বেরিয়াট্রিক সার্জারি হয় তাঁর। অস্ত্রোপচারের পর ৩০ দিন ডাক্তাররা ক্রমাগত নজরে রেখেছিলেন তাঁকে। সঙ্গে চলত ফিজিওথেরাপি এবং ব্রিদিং এক্সারসাইজ। অমিতা জানিয়েছেন এখন মনে হয় তিনি স্বর্গে বাস করছেন। সুস্থ হওয়ার পর ঘুরে দেখেছেন ভারতের বিভিন্ন প্রান্ত।






