Daily Gazipur Online

২২ বছর সাজা হতে পারে পাপুলের, হারাবেন এমপি পদও!

ডেইলি গাজীপুর ডেস্ক: মানব পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।
সোমবার আদালতের নির্দেশের পর গতকাল মঙ্গলবার থেকে তার রিমান্ডে জেরা শুরু করে কুয়েতের সিআইডি। তবে এ বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠানো হলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কুয়েত সরকার।
এদিকে বাংলাদেশেও এমপি পাপুলের বিরুদ্ধে মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এজন্য দেশে থাকা তার স্ত্রী ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদও করতে যাচ্ছে দুদক।
ঢাকা ও কুয়েতের কূটনৈতিক সূত্রগুলো বলছে, এমপি পাপুলের বিরুদ্ধে আনা অভিযোগের মাত্রা গুরুতর বিবেচনাতেই যতদিন প্রয়োজন ততদিন রিমান্ডে রাখার অনুমতি দিয়েছে স্থানীয় আদালত। তাই এমপি পাপুলের পক্ষে তার আইনজীবী ও কুয়েতি পার্টনার জামিনের আবেদন করলেও তা রাখা হয়নি।
দেশটির আইন অনুযায়ী কুয়েতে অর্থ ও মানবাপাচার বড় অপরাধ হিসেবে বিবেচিত হয়।
তবে কুয়েতে অভিযোগ প্রমাণিত হলে কি সাজা হবে পাপুলের। কুয়েতের ২০১৭ সালের এক মামলার রায়ে বিস্তারিত উল্লেখ করা হয়। দেশটির আইন অনুযায়ী অর্থপাচার প্রমাণিত হলে ৭ বছরের সাজা হবে পাপুলের। সেই সাথে মানবপাচার প্রমাণিত হলে সাজা হবে ১৫ বছর। আর সেক্সুয়াল মানবপাচার প্রমাণিত হলে সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড।
তবে প্রশ্ন থাকে, ওই দেশে অপরাধ প্রমাণিত হলে বাংলাদেশে কি তার সংসদ সদস্য পদ থাকবে। বিষয়টির নানা ব্যাখা থাকলেও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলছেন অভিযোগ প্রমাণিত হলে সংসদ সদস্য পদ হারাবেন এই সাংসদ।