২৫ আগষ্ট বিশ্ব ব্যপী রোহিঙ্গা গণহত্যা বিরোধী কালো দিবসপালন করুন ……. নাগরিক পরিষদ

0
136
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :২৫ আগষ্ট ২০২০ মঙ্গলবার এক বিবৃতিতে নাগরিক পরিষদের আহবায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন “২৫ আগষ্ট বিশ্ব ব্যপী রোহিঙ্গা গণহত্যা বিরোধী কালো দিবস রোহিঙ্গা দিবস পালন করুন। বিশ্ব বিবেক আজ প্রশ্নের সম্মুখীন। বাংলাদেশে ১১ লক্ষের অধিক রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যূত হয়ে মানবেতর জীবন যাপন করছে। আপন ভিটে মাটি থেকে তারা মায়ানমারের জান্তা বাহিনী দ্বারা জাতিগত নির্মূলের শিকার। বাংলাদেশ এই ব্যপক জনগোষ্ঠীর বাড়তি চাপ বয়ে বেড়াচ্ছে। তাদের প্রত্যাবাসনে বিশ্ববাসী ব্যর্থত্যার পরিচয় দিচ্ছে।”
তিনি বলেন, “২৫ আগষ্ট বিশ্ব ব্যপী রোহিঙ্গা গণহত্যা বিরোধী কালো দিবস রোহিঙ্গা দিবস পালনে বাংলাদেশকে জাতিসংঙ্গে প্রস্তাক উত্থাপন করতে হবে। রোহিঙ্গা নির্যাতিত মানুষকে প্রত্যাবাসনের জন্য অবশ্যই সকল বিশ্বের বিবেকবানদেরকে তাদের পাশে দাড়াতে হবে।”
তিনি আরো বলেন, “১। জাতিসংঙ্ঘ শান্তিরক্ষি বাহিনী নিয়ন্ত্রনে আরাকানে রোহিঙ্গাদের নিজ ভিটায় প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।
২। আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণগত্যা, জাতীগত নির্মূল, নিপীড়ন, ধর্ষন ও অগ্নিসংযোগ সহ সকল মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী মায়ানমার সরকার ও সামরিক বাহিনীর বিচার করতে হবে।
৩। রোহিঙ্গাদের নাগরিক পরিচয় নিশ্চিত করতে শরনার্থী শিবিরে জাতীসংঘের তত্তাবধানে ব্যবস্থা নিতে হবে।
৪। কফি আনান রিপোর্ট বাস্তবায়ন করতে হবে।
৫। বাংলাদেশে অবস্থানকালে রোহিঙ্গাদের পূর্ণ মৌলিক ও মানবাধিকা নিশ্চিত করে শরনার্থীর মর্যাদা দিতে হবে।
৬। অমানবিক অবস্থা থেকে রক্ষা করার জন্য নোয়াখালীর ঠেঙ্গারচরে নির্মিত ভবনে তাদের আশ্রয় দিতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here