Daily Gazipur Online

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা

হলধর দাস, নরসিংদী : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন,নরসিংদী জেলা পুলিশ ও সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুক্ত’৭১ এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার(২৫মার্চ)সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে আলোচনা সভায় ২৫ মার্চের গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)অনির্বাণ চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ.এন.এম মিজানুর রহমান,নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বিকেলে নরসিংদী জেলা পুলিশ ও সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুক্ত’৭১ এর যৌথ উদ্যোগে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গনে আয়োজিত “মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী’র পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া। আলোচনা সভার মূল প্রতিপাদ্য ছিল “২৫মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে সশস্ত্র প্রতিরোধে স্বাধীনতার প্রথম বুলেট ছুড়েছিল বাংলাদেশ পুলিশ”। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী,নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা ইউনিট কমান্ডার হাবিবুর রহমান হাবিব, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পবিত্র রঞ্জন দাস মহাদেব,নজরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম রিমন প্রমুখ।