২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

0
135
728×90 Banner

হলধর দাস,নরসিংদী থেকে : নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ প্রত্যুষে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা এবং সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,আধাসরকারি,স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা ও সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অবনমন করা হয়। সকাল সাড়ে ৬ টায় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে ৮টায় নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন। কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রীদের সমারোহে ডিসপ্লে অনুষ্ঠান করা হয়।
সকাল ১০টায় জেলা শিশু একাডেমিতে শিশুদের জন্য চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় মাধবদী মমতা সিনেমা হলে এবং পাঁচদোনার ঝংকার সিনেমা হলে মেয়েদের জন্য আর ছেলেদের জন্য বেলা সাড়ে ১২টায় বিনা টিকিটে ছাত্র ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
ভিন্ন ভিন্ন সময়ে জেলার বিভিন্ন মসজিদ,মন্দির,গির্জা, প্যাগোডা ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে জাতির শান্তি,সমৃদ্ধি,দেশের উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি(নতুন) ভবনে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ক আলোচনা সভা এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
নরসিংদী সদর এমপি কর্তৃক মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। সকালে সদর এমপির পক্ষে সকাল সাড়ে ৬ টায় স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন কৃষকলীগের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঞা ও যুবলীগ নেতা নাজমুল করিম পিন্টু সহ অন্যান্ন নেতৃবৃন্দ।
বিকেলে জেলা আওয়ামীলীগ অফিস প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত বিশাল জনসমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সদর এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক্ । আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা যথাক্রমে মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক,বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান ছোট্ট,সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূঞা,কেন্দ্রীয় তাঁতীলীগ নেতা মমতাজ উদ্দিন ভূঞা,জেলা আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর রিপন সরকার, ওয়ালিউর রহমান আজিম সহ যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ের চেয়ারবৃন্দ।
জেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ
শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক(ডিডিএলজি) উপসচিব ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোলাম মোস্তাফা মিয়া। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন ভূঞা, সেক্টর কমান্ডার ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান,প্রেসক্লাবের সভাপতি মাখন দাস প্রমুখ।
নরসিংদী শহর আওয়ামীলীগঃ
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নরসিংদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে দিবস উদযাপন করে। জেলা আওয়ামী অফিস প্রাঙ্গনে সদর এমপি আয়োজিত অনুষ্ঠানের পাশাপাশি সভামঞ্চ স্থাপন করা হয়। পাশাপাশি দুই গ্রুপের সভা অনুষ্ঠিত হয়।
শহর আওয়ামীলীগের সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল ্। বক্তব্য রাখেন আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক, নরসিংদী শহর আওয়ামী লীগ ও নব-নির্বাচিত মেয়র, নরসিংদী পৌরসভা।
নরসিংদী জেলা, সদর ও শহর শাখা তাঁতীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস এর ৫০ বছর উপলক্ষে শেরেবাংলা ক্লাবে ফ্রি চিকিৎসা ও মাক্স বিতরণ এবং মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়।
এছাড়া মুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী ১মার্চ থেকে গ্রহণ করা হয়। সরকারিভাবে নেওয়া বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল ১ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত সুবিধাজনক সময়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা।
২৫ মার্চ সুবিধাজনক সময়ে গণহত্যার উপর স্মৃতিচারণ করে জনবহুল স্থানে আলেঅকচিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী। মসজিদ মন্দিরে সারাদেশে ২৫মার্চ রাতে নিহতদের স্মরণে মোনাজাত ও প্রার্থনা। সন্ধ্যা ৭টায় সার্কিট হাউজের সামনে থেকে প্রেসক্লাাব পর্যন্ত স্থানে মোমবাতি প্রজ্জ্বলন। সাড়ে ৭টায় শিল্পকলা একাডেমির নতুন ভবনে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য/সাংস্কৃতিক অনুষ্ঠান। রাাত ৯টা থেকে ৯টা ১মিনিট সমগ্র জেলায় প্রতীকী ব্লাক-আউট ০১মিনিটের জন্য
১৮ থেকে ২৬ মার্চের মধ্যে সুবিধাজনক সময়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা । শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here