
ডেইলি গাজীপুর প্রতিবেদক: যথাযথ কারণ সাপেক্ষে করা অনুরোধ উপেক্ষা করে ৩টি পত্রিকাকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯-এ তথ্য মন্ত্রণালয় কর্তৃক ক্রোড়পত্র প্রদানে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ডিইউজে মনে করে, এর ফলে অনিয়ম ও অপরাধের সঙ্গে জড়িত মালিকপক্ষকে উৎসাহিত করা হয়েছে।
আজ বুধবার (২৭ মার্চ ২০১৯) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক ভোরের পাতা, দৈনিক আমার বার্তা মিথ্যা তথ্য দিয়ে ৮ম ওয়েজ বোর্ডের রেটকার্ড নিয়েছে। ৮ম ওয়েজবোর্ড অনুযায়ী বিজ্ঞাপন দর পেলেও সাংবাদিকসহ কর্মরতদের ন্যায্য পাওনাদি থেকে বঞ্চিত করছে। প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বেতন-ভাতা দেওয়া হয় না। নিয়মানুযায়ী ইনক্রিমেন্টসহ অন্যান্য সুবিধাও দেওয়া হয় না। চাকরিচ্যুত বা চাকরি ছেড়ে যাওয়াদের বকেয়া ও ন্যায্য পাওনাদি এখনো পরিশোধ করা হয়নি। এ ধরনের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক তথ্যমন্ত্রী, তথ্য সচিব ও ডিএফপি’র মহাপরিচালককে ক্রোড়পত্র না দেয়ার জন্য লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সে অনুরোধ উপেক্ষা করে অনিয়মের সঙ্গে যুক্ত পত্রিকাগুলোকে ক্রোড়পত্র প্রদান করে তথ্য মন্ত্রণালয় প্রমাণ করলো তাদের কারণেই সংবাদপত্র ও মিডিয়ায় কর্মরতদের সঙ্কট দূর হচ্ছে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদপত্র ও গণমাধ্যম সঠিকভাবে চলছে কিনা সেটি পর্যবেক্ষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হলো তথ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তর ও বিভাগের। কিন্তু যখন অনিয়মের সঙ্গে যুক্ত সংবাদপত্রগুলোর বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়, তখন তা উপেক্ষা করা মানে সেই অনিয়মকে উৎসাহিত করা। তথ্য মন্ত্রণালয়ের এ ধরনের কর্মকাÐ নানা প্রশ্নের জন্ম দিয়েছে সাংবাদিক সমাজের মাঝে। যা মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এর ফলে মিথ্যা তথ্য দিয়ে সরকারি সুবিধা গ্রহণ করা সংবাদপত্র মালিকেরাই লাভবান হবেন।
নেতৃবৃন্দ বলেন, সরকার সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করলেও তথ্য মন্ত্রণালয়ের এ ধরনের কর্মকাÐ সরকারের উদ্দেশ্যকে ব্যাহত করবে। এ ধরনের মিথ্যা তথ্য প্রদানকারী পত্রিকা মালিকদের বিষয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নকে সঙ্গে নিয়ে তথ্য মন্ত্রণালয় যেখানে সিদ্ধান্ত নেয়ার কথা সেখানে সংগঠনটির অনুরোধ উপেক্ষা দুঃখজনক। যা তথ্য মন্ত্রণালয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে সাংবাদিক সমাজের মাঝে।






