৩০ বছরের পুরনো ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে বেলকুচি -শেরনগরের লক্ষাধিক মানুষ

0
191
728×90 Banner

আবির হোসাইন শাহীন: সিরাজগঞ্জ বেলকুচিতে বেলকুচি – দৌলতপুর রাস্তায় শেরনগর বাজার সংলগ্ন বহু পুরাতন ও ঝুঁকিপুন সেতু দিয়ে পারাপার হচ্ছে পথচারী, ঠেলাগাড়ি,সিএনজি, সাইকেল, রিক্সা,অটোরিকশা, ট্রাক সহ হাজারো যানবাহন।এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় দৌলতপুর ধুকুরিয়া বেড়া ইউনিয়নের প্রায় ১ লক্ষাধিক মানুষ।একালাবাসি জানায় প্রায় ২ যুগেরও বেশি সময় আগে যোগাযোগের সুবিধা জন্য স্থানীয় সরকারের অধিনে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সেতুটি নির্মাণ করলে বিগত দুই যুগেও সেতুটির সংস্কার না হওয়ায় ঝুঁকি ও ভোগান্তিতে এলাকাবাসী।যেকোনো সময় ভেঙে পড়ার আশংকা থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে পথচারী ও যানবাহন ।স্থানীয় প্রতিনিধিরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি। যেন দেখার কেউ নেই একটা বড় ধরনের দুঘটনা না হওয়া পর্যন্ত কারো টনক নড়ে উঠবেনা।এদিকে এলাকাবাসির মাঝে দেখা দিয়েছে আতংক ও উৎকন্ঠা। একালবাসির দাবি অবিলম্বে ব্রিজটি সংস্কার করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে এলাকাবাসীকে রক্ষার স্থানীয় প্রতিনিধিদের সুনজর আসা করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here