Daily Gazipur Online

৩২ ট্রলারসহ ৫১৬জেলেকে ভারতের কোস্টগার্ডের কাছে হস্তান্তর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া পায়রা বন্দর কোস্টগার্ডের হেফাজতে থাকা ৩২ টি ট্রলারের ৫১৬ ভারতীয় জেলেকে মঙ্গলবার ভোর রাতে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তরের উদ্দেশে যাত্রা করেছে। কোস্টগার্ডের দু’টি জাহাজ কলাপাড়া থেকে প্রায় ১৮০ নটিক্যাল মাইল গভীরে ভারতীয় জলসীমায় এদেরকে হস্তান্তর করা হবে বলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবর রহমান নিশ্চিত করেছেন।
গত ৭ জুলাই ঝড়ের কবলে পড়ে ভারতীয় জেলেরা ট্রলারসহ দিক হারিয়ে বাংলাদেশীয় জলসীমায় প্রবেশ করে রামনাবাদ চ্যানেলে আশ্রয় নেয়। পায়রা বন্দর কোস্টগার্ড সদস্যরা এসব জেলেদের নিজেদের হেফাজতে রাখেন। এসব জেলেদের বাড়ি ভারতের ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। খবর পেয়ে ভারতীয় হাই কমিশনের একটি প্রতিনিধি দল পায়রা বন্দরে আসেন। ভারতীয় জেলেদের খোঁজ খবর নেন। ভারতীয় জেলেদের প্রতি মানবিক ব্যবহারে বাংলাদেশ সরকারের আন্তরিক অতিথিপরায়নতায় জেলেরা সন্তোষ প্রকাশ করেন। সরকারের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ভারতীয় জেলেদের সব ধরণের খাবার সরবরাহ করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবর রহমান জানান, মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে কলাপাড়া কোস্টগার্ডের দু’টি জাহাজ ৫১৬ ভারতীয় জেলেসহ ৩২ টি মাছ ধরার ট্রলার রওনা দিয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তাদের ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।