Daily Gazipur Online

৩৭আসামী গ্রেফতারে রংপুর মেট্রোপলিটন পুলিশের অসাধারণ সাফল্য

সাহানুর রহমান,রংপুর: সোমবার রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন সদর হাসপাতাল হরিজন কলোনীর যতন এর বাসার পার্শ্বে ফাকা জায়গায় থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। শ্রী মানিক বাসফোর (২৬), পিতা- মৃত দীলিপ ও ২। মাধপ বাসফোর (২৪), পিতা- মৃত হীরালাল, উভয় সাং- সদর হাসপাতাল হরিজন কলোনী, থানা- কোতয়ালী, রংপুর -কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।ঘটনা-২ঃ- ০৬/০১/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন মর্ডান মোড়স্থ আজাদ আবাসিক হোটেল এর সামনে পাকা রাস্তার উপর থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আসামী ১. মোঃ সুমন মিয়া (২৩), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-সাহিদা বেগম, সাং- কালিকাপুর, থানাঃ কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট ও ২. মোঃ ঝন্টু মিয়া (৩৬), পিতা-মৃত আঃ জব্বার, মাতা-জোসনা বেগম, সাং-জাথলিদা, ডাক-কদমতলা, থানা-গাবতলী, জেলা-বগুড়া- কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে তাজহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।ঘটনা-৩ঃ- ০৬/০১/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন নীলকন্ঠ মৌজাস্থ সোটাপীর মোড়ে ফুলকলি নামক বেকারীর সামনে পাকা রাস্তার উপর থেকে ০.৪০ গ্রাম হেরোইনসহ আসামী মোঃ দেলোয়ার হোসেন দেলু (৩৫), পিতা-মোঃ খালেক, মাতা-মোছাঃ মাজু বেগম, সাং-ইসলামপুর হনুমান তলা (আমজাদ হাজীর বাড়ীর পিছনে), থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে পরশুরাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ৮(ক) ধারায় মামলা রুজু করা হয়।রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ কর্তৃক গত ০৬/০১/২০২০ খ্রিঃ বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভ‚ক্ত কোতয়ালী থানায়-৭ জন, তাজহাট থানায়-৭ জন, মাহিগঞ্জ থানায়-২ জন, হারাগাছ থানায়-১, পরশুরাম থানায়-১ জন এবং গোয়েন্দা শাখা (ডিবি)-৬ জনসহ মোট-২৪ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।গত ০৬.০১.২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (উত্তর ও দক্ষিণ) এবং সকল থানার চেকপোষ্ট ডিউটি কর্তৃক সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২১৫ টি মামলা দায়ের করা হয়।