Daily Gazipur Online

৩৯ কোটি টাকা ঋণখেলাপির মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

এস, এম, মনির হোসেন জীবন: রাজধানীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক বনানী শাখা থেকে ৩৯ কোটি টাকা ঋণখেলাপির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে ডিএমপি’র উত্তরা পূর্বথানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৪/ বি, রোডের ৬ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম নুরুল ইসলাম বলে জানা গেছে।
বৃহস্পতিবার ডিএমপি’র উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ৮ টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ওই বাসা থেকে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁকে জিঙাসাবাদ শেষে আজ আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, গ্রেফতারকৃত আসামী সফিকুলের বিরুদ্ধে আদালতে করা ৫১৬ / ২১ (বনানী) থেকে ৫২৪ / ২১ (বনানী) নম্বর পর্যন্ত ৯টি মামলা (সিআর ওয়ারেন্ট) রয়েছে। ওই সব মামলায় এনআই অ্যাক্টের ১৩৮ ধারাও ছিল। পরবর্তীতে ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিঙ্ঘ আদালত। এরপর দীর্ঘদিন থেকে সফিকুল ইসলাম পলাতক ছিলেন।
পুলিশ জানান, সফিকুল ইসলাম প্রায় ৩৯ কোটি টাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বনানী শাখা থেকে ঋণখেলাপি ঘোষণা করা হয়েছে।