৩ কোচের ব্যতিক্রমী উদ্যোগ

0
231
728×90 Banner

ডেইলি গাজীপুর ক্রীড়া প্রতিবেদক: করোনাকালে খেলাধুলা পুরোপুরি বন্ধ। ঘরে অলস সময় কাটছে খেলা-সংশ্লিষ্ট সবার। এই প্রতিকূল পরিস্থিতিতে ফুটবলারদের কথা মাথায় রেখে ব্যতিক্রমী এক উদ্যোগ নিতে যাচ্ছেন তিন ফুটবল কোচ মারুফুল হক, সাইফুল বারী টিটু এবং জুলফিকার মাহমুদ মিন্টু। ২৪ এপ্রিল অনলাইনভিত্তিক এক আড্ডার আয়োজন করতে যাচ্ছেন তারা, যেখানে ফুটবলারদের ফিটনেস নিয়ে আলোচনা হবে। প্রধান আলোচক থাকবেন তারাই। তবে নিবন্ধন করে খেলোয়াড়, কোচ, ফুটবল সংগঠক এমনকি ক্রীড়া সাংবাদিকরাও পারবেন এই আড্ডায় যোগ দিয়ে নিজেদের ফুটবলজ্ঞানকে সমৃদ্ধ করে নিতে।
এদেশে এই তত্ত্বটা একেবারে নতুন হলেও অন্য দেশে এটা হচ্ছে নিয়মিতই। বিশ্বের নামি কোচরা ফুটবলের বিভিণ্ণ বিষয় নিয়ে প্রায়ই অনলাইনভিত্তিক সেশনের আয়োজন করে থাকেন, যেখানে আলোচক হিসেবে যেমন নামি-দামি কোচরা থাকেন, শ্রোতা হিসেবেও থাকেন অনেক প্রতিষ্ঠিত কোচ, ফুটবলার। বাংলাদেশে এমন উদ্যোগের ভাবনা প্রম আসে দেশের একমাত্র উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মারুফুল হকের মাথায়। জাতীয় দলের সাবেক এই কোচ বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম আবাহনীর দায়িত্বে। অবসরে প্রায়ই তার অনলাইনে কথা হয় দেশের অন্য দুই নামি কোচ টিটু এবং মিন্টুর সঙ্গে। আলোচনার মূল বিষয়বস্তু থাকে ফুটবল কোচিং। এই ত্রয়ীর এই আড্ডাটিকে মারুফ এবার দিতে যাচ্ছেন ব্যাপকতা। এই আলোচনায় প্রমেই তারা বেছে নিয়েছেন শারীরিক ফিটনেসকে, করোনাকালে যেটা বড় দুশ্চিন্তার হয়ে দাঁড়িয়েছে ফুটবলার ও কোচদের জন্য। ঘরে বসে নিজেকে কীভাবে ধরে রাখা যায়, ২৪ এপ্রিলের আলোচনায় যেমন এসব বিষয় উঠে আসবে, একই সঙ্গে ফিটনেস ট্রেনিংয়ের পুঁথিগত দিকগুলোও বিশদভাবে আলোচিত হবে জানালেন মারুফ, ‘আসলে ফুটবলের ফিটনেস নিয়ে আমাদের দেশের খেলোয়াড়-কোচদের সেভাবে স্বচ্ছ কোনো ধারণা নেই। অল্প কিছু জেনেই দেখা যায় আমরা ট্রেনিং করাই। সেটাই ফুটবলাররা করে। আধুনিক ফুটবলে ফিটনেস নিয়ে আমরা যতটুকু জেনেছি বা বুঝেছি, সেটাই সবাইকে জানানোর একটা প্রয়াস বলতে পারেন এটাকে।’ মারুফ যোগ করেন, ‘থিউরিটিক্যাল বিষয়গুলো তুলে ধরা হবে সেখানে। যদি একটি সেশনে সব ধরনের আলোচনা শেষ না করতে পারি তবে হয়তো আরেক দিন এটা করব। আসলে আমাদের মূল উদ্দেশ্য প্রতি সপ্তাহে কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করা।’
জাতীয় দলের সাবেক এবং বর্তমানে শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ টিটু এই উদ্যোগের পেছনে দুটি উদ্দেশ্য দেখছেন, ‘এটা করার পেছনে আমার মূলত দুটি উদ্দেশ্য। আমরা যেহেতু কোচ, কোচিংটা ভালোবাসি, এটা নিয়ে কথা বলতে পারলে তৃপ্তিবোধ করি। কাজ করতে পারার একটা তৃপ্তি পাব। আর দ্বিতীয়ত এর মধ্য দিয়ে যদি কোনো খেলোয়াড়, কোচ কিংবা কোনো সংগঠক বিন্দুমাত্র উপকৃত হয়, সেটাই হবে সার্থকতা।’ এই সেশনে টিটু চান নিচের সারির লিগগুলোর কোচ ও খেলোয়াড়দের বেশি বেশি সম্পৃক্ততা, ‘প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা তো ভালো কোচের অধীনে ফিটনেস নিয়ে কাজ করছেই। কিন্তু যারা কোনো ক্লাবের হয়ে খেলে না, কিংবা সামনে খেলবে চ্যাম্পিয়নশিপ লিগ, প্রম, দ্বিতীয় বিভাগে, তারা তো সেভাবে দিকনির্দেশনা পাচ্ছে না। মূলত তাদের লক্ষ্য করেই এটা করা হচ্ছে।’
সাইফ স্পোর্টিং ক্লাবের সহযোগী কোচ মিন্টু মডেল হিসেবে বিশ্ব ফুটবলের পরিচিত কিছু অনলাইনভিত্তিক সেশনের কথা উল্লেখ করেছেন, ‘ওয়ার্ল্ড ক্লাস কোচিং বলে একটা গ্রুপ আছে। এই গ্রুপে বিশ্বের বিভিণ্ণ জায়গার কোচরা সদস্য। আন্তর্জাতিক পর্যায়ে যে ধরনের কনসেপ্টে কোচরা কাজ করে সেগুলো নিয়ে অনেক উন্মুক্ত সেশন হয়। বিভিণ্ণ বিশ্বকাপ দলের তিন-চারজন কোচ একসঙ্গে যেকোনো একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করেন। এতে পৃথিবীর সব সদস্য সেখানে যোগ দেন। শোনেন, শিখেন। অনেকে বিষয়ভিত্তিক মন্তব্য করেন। কাজের চাপের এ রকম উদ্যোগ আগে কখনো নিতে পারিনি আমরা। এখন যেহেতু কিছুটা সময় পাওয়া গেছে। আমরা চিন্তা করেছি একটি অ্যাপসের মাধ্যমে ফিটনেস নিয়ে আলোচনা করব।’
করোনাকালে দেশের স্বীকৃত তিন কোচের এই ব্যতিক্রমী উদ্যোগ সহায়ক হয়ে উঠতে পারে ফুটবলার এবং উঠতি কোচদের কাছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here