
ডেইলি গাজীপুর স্পোর্টস: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যব¯হাপনায় এবং ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় ২৮ এপ্রিল ২০১৯ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে “৪র্থ মার্সেল জাতীয় যুব (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯” এর অনুষ্ঠিত ৩য়/৪র্থ স্থান নির্ধারনী খেলার ফলাফল নি¤েœ দেওয়া হলো ঃ
অনুষ্ঠিত ৩য়/৪র্থ স্থান নির্ধারনী খেলার ফলাফল
৩য়/৪র্থ স্থান নির্ধারনী খেলাটি পঞ্চগড় জেলা বনাম চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ২৮-২১ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে প্রতিযোগিতার ৩য় স্থান অর্জন করে। প্রথমার্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ১৩-১২ গোলে এগিয়ে ছিল।
ফাইনাল
আগামী ৩০ এপ্রিল ২০১৯ মঙ্গলবার দুপুর ০৩:১৫ টায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সং¯হা বনাম বান্দরবান জেলা ক্রীড়া সং¯হার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।
