Daily Gazipur Online

৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ এপ্রিলের মধ্যে

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আগামী এপ্রিলের মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষাসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করবে। পাশাপাশি গত বছরের জুলাইয়ে যারা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও নিয়োগ পাবেন।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭ শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতর গত বছরের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারীর কারণে নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও ১০ হাজারেরও বেশি পদ শূন্য হয়েছে। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে যা পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে। এ সমস্যা নিরসনে মন্ত্রণালয় পূর্বের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।