৫ দফা দাবীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মানব বন্ধন

0
451
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রতিবন্ধী ব্যক্তিদের ৫ দফা দাবীতে ন্যাশনাল এ্যালাইয়েন্স অব ডিজএ্যাবল্ড পিপলস্ অর্গানাইজেশন (ন্যাডপো) এর আয়োজনে আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক মানব বন্ধন করে। মানব বন্ধনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন ন্যাডপোর সভাপতি আবদুস সাত্তার দুলাল, সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ্, সহসভাপতি আব্দুল খালেক, মহাসচিব শহীদুল ইসলাম, অর্থসচিব জসিম, ইফতেখার হোসেন সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। ন্যাডপোর সভাপতি দুলাল বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের প্রতিবেদন এর বিবেচনায় বাংলাদেশে প্রায় ২কোটি ৭০লক্ষ প্রতিবন্ধী নাগরিক আছে যারা সরাসরি ৮কোটি মানুষের পরিবারভূক্ত। তিনি ৫ দফা দাবীতে উল্লেখ করেন, ন্যাডপোসহ এর সদস্য সংগঠন প্রায় ২০০টির অধিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠন গত ৩৫ (পঁচিশ) বছরের অধিক কাল প্রতিবন্ধী মানুষদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। প্রতিবন্ধী মানুষদের অধিকার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে, প্রতিবন্ধী প্রতিনিধি হিসাবে বাংলাদেশের সংসদে ১০% সদস্য থাকতে হবে, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের থেকে প্রতি বছর যে কর নিচ্ছে তার ১০% অর্থ প্রতিবন্ধী ব্যক্তির স্ব-সংগঠনসমূহের ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দ করতে হবে, দেশের সকল অবকাঠামো, যানবাহন, স্বাস্থ্য’, শিক্ষাসহ সকল জনসেবা কার্যক্রম প্রতিবন্ধী ব্যক্তির ধরণ বিবেচনায় উপযুক্ত ও প্রবেশাধীকার নিশ্চিত করতে হবে, প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে এবং তাঁদেরকে সেবা প্রদানের জন্য কাজ করতে প্রতিবন্ধী বিষয়ক উচ্চশিক্ষিত ও পেশাজীবী মানুষ সৃষ্টিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে “প্রতিবন্ধী ব্যক্তি ও উন্নয়ন” বিভাগ চালু করতে হবে, এবং তাঁদের অধিকার ও উন্নয়নে পলিসি, পরিকল্পনা ও কর্মকান্ড গ্রহণ প্রক্রিয়ায় ন্যাডপোর প্রতিনিধির অন্তর্ভূক্তি নিশ্চিত করতে হবে। এই সকল দাবী ন্যাডপোর প্রতিনিধিরা সরকারের নিকট মানব বন্ধনে তুলে ধরেন ও প্রচার কার্য চালান।
মানব বন্ধনে বক্তারা জানান, তাঁদের যৌক্তিক দাবিগুলো দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, অর্থমন্ত্রী ও অন্যান্য সকল মন্ত্রীসহ রাষ্ট্রের সকল কর্তৃপক্ষের নিকট ইতোমধ্যে উপস্থাপন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীসহ সকল কর্তৃপক্ষের নিকটস্মারকলিপি দিয়েছেন, কিন্তু কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে তারা জানান। তাই বক্তাগণ অবিলম্বে তাঁদের ৫ দফা দাবী মেনে নেয়ার জন্য সরকারের নিকট আহবান জানান, অন্যথায় তাঁরা কঠিন আন্দোলনে যাবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here