Daily Gazipur Online

৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, ৫ টন পলিথিন জব্দ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদনের দায়ে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫টি কারখানা সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (৯ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময় কারখানাগুলোর মালিককে ৬ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় পাঁচ টন পলিথিন।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ, উৎপাদন, মজুত এবং বিক্রয় বন্ধে এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।