Daily Gazipur Online

৬০০ পিস ইয়াবাসহ ৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটে ৬শ পিচ ইয়াবাসহ শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। জেলার মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন এর নেতৃত্বে গতকাল রাত ১০ টায় জয়পুরহাট জেলার সদর উপজেলার পারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৬শ পিচ ভারতীয় আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট, ৩টি মোবাইল সেট, ৫টি সীম কার্ড ও মাদক বিক্রয়ের ৩৫হাজার ৫শ টাকাসহ মাদক ব্যবসায়ী পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের মৃত ফইমদ্দিনের ছেলে উজ্জল হোসেন (২৩), সদর উপজেলার গাড়িয়াকান্ত গ্রামের বেলাল উদ্দিনের ছেলে আবু জাফর ওরফে জনি (৩০), ও এ্কই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সায়েদ আলীর পুত্র ফজলুর রহমান (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করেন।